ট্রিপ অ্যাডভাইজারসহ ১০৫টি অ্যাপ বন্ধ করল চীন

নিজেদের অ্যাপস স্টোর থেকে ১০৫টি অ্যাপ সরিয়ে নিয়েছে চীন। পর্নোগ্রাফি, যৌনবৃত্তি, জুয়া ও সহিংসতার মতো অপরাধের ঘটনা কমাতে এক প্রচার কর্মসূচির অংশ হিসেবে এটি করা হয়েছে। বিবিসির খবরে এ তথ্য জানানো হয়।

নিষিদ্ধের তালিকায় পড়া এসব অ্যাপের বেশির ভাগই চীনের নিজস্ব। এর বাইরে তারা যুক্তরাষ্ট্রের ভ্রমণবিষয়ক ট্রিপ অ্যাডভাইজার অ্যাপটি বন্ধ করে দিয়েছে।

চীনের সাইবার স্পেস অ্যাডমিনিস্ট্রেশনের তথ্যমতে, সব কটি অ্যাপ সাইবার আইনের তিনটির মধ্যে অন্তত একটি লঙ্ঘন করেছে। এর বেশি কিছু তারা জানায়নি।

চীনা ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকের ওপর যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞার পরিকল্পনার বিরুদ্ধে যখন দেশটির (যুক্তরাষ্ট্র) একটি আদালত রায় দিল, এরপরই চীন কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয়।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট জজ কার্ল নিকোলস রায়ে বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের কর্তৃত্বের এখতিয়ারের বাইরে গিয়ে নিরাপত্তার কারণ দেখিয়ে টিকটক বন্ধ করতে চেয়েছেন। নিকোলস দ্বিতীয় বিচারক, যিনি এই অ্যাপের পক্ষে বলেছেন।

চীন সর্বশেষ যে অ্যাপগুলো বন্ধ করেছে, সেগুলোতে ‘আপত্তিকর কনটেন্ট’ ছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে সাইবার স্পেস নিয়ে উত্তেজনা অনেকটাই কমে এসেছে। গ্রীষ্মে ট্রাম্প যখন টিকটক বন্ধের ঘোষণা দেন, তখন চীন কর্তৃপক্ষ এটিকে যুক্তরাষ্ট্রের হুমকির কৌশল বলে অভিযোগ করেছিল। পাশাপাশি চীনের কোম্পানিগুলোর নিরাপত্তার স্বার্থে ‘প্রয়োজনীয় উদ্যোগ’ নেওয়া হবে বলে জানিয়েছিল।

ইন্টারনেটের ওপর সব সময় কঠোর নিয়ন্ত্রণ রাখে চীনের কর্তৃপক্ষ। গুগল, ফেসবুক ও টুইটারের মতো মার্কিন সাইটগুলোও দেশটিতে বন্ধ আছে।