দক্ষিণ চীন সাগর থেকে মার্কিন যুদ্ধজাহাজকে তাড়িয়ে দেওয়ার দাবি চীনের

ইউএসএস জন এস ম্যাককেইন
ফাইল ছবি: রয়টার্স

বিতর্কিত দক্ষিণ চীন সাগর থেকে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজকে সরিয়ে দেওয়ার দাবি করেছে চীনের সেনাবাহিনী।

গতকাল মঙ্গলবার চীনের সেনাবাহিনী এই দাবি করে বলে বার্তা সংস্থা পিটিআইয়ের এক প্রতিবেদনে জানানো হয়।

চীনের পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) দক্ষিণাঞ্চলীয় কমান্ড বলেছে, ইউএসএস জন এস ম্যাককেইন চীনা সরকারের অনুমোদন ছাড়াই চীনের নানশা দ্বীপপুঞ্জের কাছের জলভাগে প্রবেশ করেছিল।

পিএলএর দক্ষিণাঞ্চলীয় কমান্ডের মুখপাত্র সিনিয়র কর্নেল তিয়ান জুনলি বলেন, চীন অধিকৃত জলসীমায় মার্কিন যুদ্ধজাহাজের অনধিকার প্রবেশের পরিপ্রেক্ষিতে তাঁরা নৌ ও বিমানবাহিনীকে সংগঠিত করেন। মার্কিন যুদ্ধজাহাজটিকে প্রথমে সতর্ক করা হয়। পরে সংশ্লিষ্ট এলাকা থেকে যুদ্ধজাহাজটিকে বহিষ্কার করা হয়।

সামরিক মহড়া চালাতে চীনের বিমানবাহী রণতরি দক্ষিণ চীন সাগরে প্রবেশের এক দিন পরই সেখানে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজের উপস্থিতির ঘটনা ঘটল।

পিএলএর দক্ষিণাঞ্চলীয় কমান্ডের মুখপাত্র বলেছেন, যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজের অনধিকার প্রবেশের বিষয়টি চীনের সার্বভৌমত্ব ও নিরাপত্তার প্রতি গুরুতর হুমকি।

যুক্তরাষ্ট্রের এই ধরনের কর্মকাণ্ড দক্ষিণ চীন সাগরে শান্তি ও স্থিতিশীলতা মারাত্মকভাবে ব্যাহত করছে। কমান্ডের সেনারা সব সময় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। জাতীয় সার্বভৌমত্ব ও নিরাপত্তার পাশাপাশি অঞ্চলটির শান্তি-স্থিতিশীলতা রক্ষায় তারা তাদের দায়িত্ব দৃঢ়তার সঙ্গে পালন করবে।

সবশেষ এই ঘটনা সম্পর্কে চীনা সেনাবাহিনীর অফিশিয়াল ওয়েবসাইটে বিশেষজ্ঞদের বরাতে বলা হয়েছে, অঞ্চলটির ওপর নিয়ন্ত্রণের বিষয়টি আবার প্রদর্শন করল পিএলএ।

একই সঙ্গে তারা জাতীয় সার্বভৌমত্ব ও নিরাপত্তা সুরক্ষার সক্ষমতাও দেখাল।

চীনের এই দাবির বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।