নেপালে রাজনৈতিক সংকট, যাচ্ছে চীনা প্রতিনিধিদল

চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের উপমন্ত্রী গুও ইয়াজহুর নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদল আজ কাঠমান্ডুতে যাচ্ছে
ছবি: রয়টার্স

নেপালে চলমান রাজনৈতিক সংকটের প্রেক্ষাপটে দেশটিতে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল পাঠাচ্ছে চীন। নেপালের গণমাধ্যমে প্রকাশিত খবরের বরাত দিয়ে বার্তা সংস্থা পিটিআই এই তথ্য জানিয়েছে।

চীন মোট চার সদস্যের প্রতিনিধিদল পাঠাচ্ছে নেপালে। প্রতিনিধিদলটির নেতৃত্ব দেবেন চীনা কমিউনিস্ট পার্টির একজন উপমন্ত্রী। আজ রোববার সকালেই চীনা প্রতিনিধিদলটির কাঠমান্ডুতে যাওয়ার কথা।

প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির সুপারিশের ভিত্তিতে প্রেসিডেন্ট বিদ্যাদেবী ভান্ডারি গত রোববার দেশটির পার্লামেন্ট ভেঙে দিলে রাজনৈতিক সংকটে পড়ে নেপাল।

একই সঙ্গে নেপালের প্রেসিডেন্ট ঘোষণা দেন, নির্ধারিত সময়ের প্রায় এক বছর আগে দেশটিতে আগামী ৩০ এপ্রিল ও ১০ মে দুই দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

নেপালের ক্ষমতাসীন নেপাল কমিউনিস্ট পার্টির (এনসিপি) মধ্যে বিরোধের জেরে পার্লামেন্ট ভেঙে আগাম নির্বাচন ঘোষণার মতো পদক্ষেপ আসে।

এনসিপি কার্যত দুটি ধারায় বিভক্ত হয়ে পড়েছে। এক পক্ষে রয়েছেন প্রধানমন্ত্রী ওলি। অন্য পক্ষে আছেন এনসিপির কো-চেয়ারম্যান পুষ্প কমল দহল।

২০১৮ সালে ওলির সিপিএন-ইউএমএল ও দহলের সিপিএন-মাওবাদী একীভূত হয়ে গঠিত হয় এনসিপি।

নেপালের বর্তমান রাজনৈতিক সংকট মূল্যায়ন ও এনসিপিতে ভাঙন ঠেকাতে দেশটিতে চীন উচ্চপর্যায়ের প্রতিনিধিদল পাঠাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

এনসিপির জ্যেষ্ঠ নেতারা নিশ্চিত করেছেন, চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) আন্তর্জাতিক বিভাগের উপমন্ত্রী গুও ইয়াজহুর নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদল আজ কাঠমান্ডুতে যাচ্ছে।

তবে ঠিক এই সময়ে চীনা প্রতিনিধিদলটির নেপাল সফরের সুনির্দিষ্ট আলোচ্যসূচি সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য কেউ জানাতে পারেননি।

এনসিপির সূত্রের বরাত দিয়ে নেপালের গণমাধ্যমের খবরে বলা হয়, উপমন্ত্রী গুও ইয়াজহুর নেতৃত্বাধীন চীনা প্রতিনিধিদলটি চার দিন নেপালে অবস্থান করবে। এ সময় এনসিপির উভয় অংশের শীর্ষ নেতাদের সঙ্গে চীনা উপমন্ত্রী গুও ইয়াজহুর বৈঠক করার কথা রয়েছে।

কাঠমান্ডুতে অবস্থিত চীনা দূতাবাস এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।