বিজ্ঞানভিত্তিক প্রকাশনায় চীনের পরই ভারত

বিশ্বে গত ১০ বছরে বিজ্ঞানভিত্তিক প্রকাশনার সংখ্যার দিক দিয়ে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। এরপরই আছে চীন। আর তৃতীয় অবস্থানে আছে ভারত। বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক বিভাগ (ডিএসটি) এমন তথ্য জানিয়েছে।

পিটিআইয়ের খবরে জানা যায়, ২০১৭-১৮ সালে ১৩ হাজার ৪৫টি পেটেন্টের মধ্যে ১ হাজার ৯৩৭টি ভারতীয়দের। এ সময়ে ভারতীয় পেটেন্ট কার্যালয়ে জমা পড়া ১৫ হাজার ৫৫০ পেটেন্টের ৬৫ শতাংশ মহারাষ্ট্র, কর্ণাটক, তামিলনাড়ু ও দিল্লি থেকে এসেছে

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশনভিত্তিক (এনএসএফ) বলছে, ২০১৮ সালে ভারতে ১ লাখ ৩৫ হাজার ৭৮৮টি বিজ্ঞানভিত্তিক প্রকাশনা প্রকাশিত হয়েছে।
ডিএসটি বলছে, এনএসএফের তথ্য অনুসারে ভারতে বিজ্ঞানভিত্তিক প্রকাশনার হার গড়ে বেড়েছে ১২ দশমিক ৯ শতাংশ। বিশ্বে এ ধরনের প্রকাশনার হার গড়ে বেড়েছে ৪ দশমিক ৯ শতাংশ।

ডিএসটি বলছে, এনএসএফের তথ্য অনুসারে ভারতে বিজ্ঞানভিত্তিক প্রকাশনার হার গড়ে বেড়েছে ১২ দশমিক ৯ শতাংশ। বিশ্বে এ ধরনের প্রকাশনার হার গড়ে বেড়েছে ৪ দশমিক ৯ শতাংশ।

ভারতে ২০০৮ থেকে ২০১৮ সাল পর্যন্ত বিজ্ঞানভিত্তিক প্রকাশনার হার দ্রুত বেড়েছে। এটি ১০ দশমিক ৭৩ শতাংশে পৌঁছেছে। চীনে ৭ দশমিক ৮১ শতাংশ ও যুক্তরাষ্ট্রে শূন্য দশমিক ৭১ শতাংশ বেড়েছে