যুক্তরাষ্ট্রকে ‘বুলিং’ বন্ধের আহ্বান চীনের

ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক তলানিতে পৌঁছেছে
ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বুলিংয়ের (উৎপীড়ন) অভিযোগ এনে তা বন্ধ করতে বলেছে চীন। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

চীনা সেনাবাহিনীর সঙ্গে সম্পর্কের অভিযোগে দেশটির কয়েক ডজন ফার্মের ওপর যুক্তরাষ্ট্রের রপ্তানি নিয়ন্ত্রণের ঘোষণার পরিপ্রেক্ষিতে গতকাল শনিবার বেইজিংয়ের কাছ থেকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া এসেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ক্ষমতার শেষ দিকে এসে চীনা প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞার আওতা আরও বাড়িয়েছে। ট্রাম্পের শাসনামলে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক তলানিতে পৌঁছেছে।

যুক্তরাষ্ট্রের সবশেষ নিষেধাজ্ঞা প্রসঙ্গে চীনের বাণিজ্য মন্ত্রণালয় গতকাল বলে, তারা যুক্তরাষ্ট্রের এ পদক্ষেপের তীব্র বিরোধিতা করছে। চীনা কোম্পানিগুলোর অধিকার রক্ষায় বেইজিং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার করেছে।

চীনের বাণিজ্য মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে উৎপীড়নের অভিযোগ এনেছে। তারা বলেছে, বিদেশি প্রতিষ্ঠানকে দমন করতে যুক্তরাষ্ট্র অব্যাহতভাবে রপ্তানি নিয়ন্ত্রণ ও অন্যান্য পদক্ষেপের অপব্যবহার করছে।

ওয়াশিংটনকে এক একতরফাবাদ ও উৎপীড়ন বন্ধের আহ্বান জানিয়েছে চীনের বাণিজ্য মন্ত্রণালয়।

যুক্তরাষ্ট্র সম্প্রতি কয়েকটি দেশের বেশ কিছু প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। যুক্তরাষ্ট্রের এই কালো তালিকায় চীনের কয়েক ডজন প্রতিষ্ঠান রয়েছে। যুক্তরাষ্ট্রের সবশেষ এই পদক্ষেপে বিশেষ করে চীনা শীর্ষ চিপ নির্মাতা এসএমআইসি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

মার্কিন বাণিজ্যমন্ত্রী উইলবার রসের ভাষ্য, দেশের ভেতরে-বাইরে চীনের দুর্নীতিগ্রস্ত ও উৎপীড়নমূলক আচরণ যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার স্বার্থকে ক্ষতিগ্রস্ত করছে। যুক্তরাষ্ট্রের মিত্র ও সহযোগীদের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করছে। তারা মানবাধিকার লঙ্ঘন করছে।