যৌনকর্মী ভাড়া করার অভিযোগে আটক চীনের ‘পিয়ানো প্রিন্স’

লি ইউনদি
ফাইল ছবি: টুইটার

যৌনকর্মী ভাড়া করার অভিযোগে চীনে এক পিয়ানোবাদককে আটক করা হয়েছে। তাঁর নাম লি ইউনদি। দারুণ জনপ্রিয় এই ব্যক্তি ‘পিয়ানো প্রিন্স’নামেও পরিচিত। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি।

লি ইউনদিকে আটকের বিষয়টি নিশ্চিত করে একটি অনলাইন পোস্ট করেছে বেইজিং পুলিশ। সেখানে জানানো হয়েছে, আটকের পর লি ইউনদি ও ওই যৌনকর্মী—দুজনই অপরাধের কথা স্বীকার করেছেন। দুজনের কর্মকাণ্ডের বিষয়ে লোকজনের কাছ থেকে খবর মেলার পরই তাঁদের আটক করা হয়।

মাত্র ১৮ বছর বয়সেই চীনের সর্বকনিষ্ঠ পিয়ানোবাদকের খেতাব পান লি ইউনদি। ২০০০ সালে মর্যাদাপূর্ণ ‘ইন্টারন্যাশনাল চপিন পিয়ানো কমপিটিশনে’ প্রথম পুরস্কার পান তিনি। চীন থেকে এ পুরস্কার পাওয়া প্রথম ব্যক্তি ছিলেন লি। চীনের বাইরেও বেশ খ্যাতি রয়েছে তাঁর। বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিতে ছুটতে হয়েছে বিশ্বের নানা প্রান্তে।
এদিকে লি ইউনদিকে আটকের খবর হতবাক করেছে তাঁর ভক্তদের। চীনা সামাজিক যোগাযোগমাধ্যম উইবোতে একজন লিখেছেন, ‘আমার বিশ্বাসই হচ্ছে না, ইনি কি সেই একই লি ইউনদি, যাঁকে আমরা এতটা প্রশংসা করি।’

অনেকেই আবার তাঁকে আটকের প্রক্রিয়া নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। উইবোতে একজন মন্তব্য করেছেন, ‘তাঁর বিষয়ে কীভাবে লোকজন খোঁজ পেল, তা নিয়ে আমার কৌতূহল হচ্ছে। ৩৯ বছর বয়সী এক ব্যক্তির সঙ্গে ২৯ বছর বয়সী নারীকে কোনো ভবনে ঢুকতে দেখে কীভাবে বোঝা যায় দুজন—যৌনকর্মী ও তাঁর সঙ্গী? তাঁরা বিবাহিত কিংবা বন্ধু, এমনটি মনে হলো না কেন?’

এদিকে আটকের খবর সামনে আসার পর চীনের মিউজিশিয়ান অ্যাসোসিয়েশন থেকে লি ইউনদির সদস্যপদ বাতিল করা হয়েছে। আর অভিযোগ প্রমাণিত হলে, চীনা আইন অনুযায়ী তাঁকে সর্বোচ্চ ১৫ দিন কারাগারে থাকতে হতে পারে। পাশাপাশি গুনতে হবে ৭৮২ মার্কিন ডলার সমপরিমাণ জরিমানা।