লাদাখে ভারতীয় বাহিনীর হাতে চীনা সেনা আটক

লাদাখের লেহ এলাকাছবি: রয়টার্স

ভারত ও চীনের মধ্যকার প্রকৃত নিয়ন্ত্রণরেখা (এলএসি) অতিক্রম করে লাদাখে ঢুকে পড়া এক চীনা সেনাকে আটক করেছে ভারতীয় সেনাবাহিনী। তাঁকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে। আজ সোমবার দেশটির সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে বলে ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়।

আটক ওই সেনাসদস্যের নাম ওয়াং ইয়া লং। তিনি চীনা সেনাবাহিনীতে করপোরাল পদে কর্মরত। লাদাখের চুমার-ডেমচক এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

ভারতীয় সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, নিয়ম মেনে প্রটোকল অনুযায়ী চীনের পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) ওই সদস্যকে ফেরত পাঠানো হবে। আটক সেনাসদস্যকে অক্সিজেন, গরম কাপড়, খাবারসহ চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, ওই সেনাসদস্য আটক হওয়ার পর চীনের সেনাবাহিনীর তরফ থেকে জানানো হয়, তাদের এক সেনাসদস্য নিখোঁজ হয়েছেন। ভারতীয় কর্তৃপক্ষের কাছে তাঁর অবস্থা সম্পর্কে জানাতে অনুরোধ জানায় চীনা বাহিনী। জবাবে ভারতীয় সেনাবাহিনী জানায়, আনুষ্ঠানিকতা শেষে তাঁকে চীনা সেনাদের হাতে তুলে দেওয়া হবে।

গণমাধ্যমে প্রকাশিত কিছু খবরে বলা হয়, ওই সেনাসদস্যকে যখন আটক করা হয়, তখন তাঁর কাছে বেসামরিক ও সামরিক নথিপত্র পাওয়া গেছে।

গত জুন মাসে পূর্ব লাদাখে ভারত-চীন প্রকৃত নিয়ন্ত্রণরেখা (এলএসি) বরাবর গলওয়ান অঞ্চলে দুই দেশের সেনাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ বাধে। তাতে ভারতের ২০ জন জওয়ান নিহত হন। আহতের সংখ্যা ১০০ ছুঁই ছুঁই। চীনের তরফেও বহু হতাহত হলেও তারা তা স্বীকার করেনি। সেই থেকে সীমান্ত উত্তেজনা অব্যাহত। আগস্টের শেষ ও সেপ্টেম্বরের গোড়াতেও গুলি চলেছে। কিন্তু তবু সামরিক, রাজনৈতিক ও কূটনৈতিক—তিন পর্যায়েই দুই দেশ আলোচনা চালিয়ে যাচ্ছে। যদিও ভারতের দাবিমতো চীন এলএসিতে তাদের জুন–পূর্ববর্তী অবস্থানে ফিরে যায়নি।

ভারত-চীন সীমান্ত বিবাদ দীর্ঘদিনের। কিন্তু তা সত্ত্বেও সাড়ে চার দশক ধরে এলএসিতে রক্ত ঝরেনি। গুলি চলেনি। মৃত্যু তো দূরের কথা। জুন মাসে সেটাই হয়। সেই থেকে লাদাখ নিয়ে চীনের উত্তেজক বিবৃতি আজও অব্যাহত।

আরও পড়ুন