শিশুদের দেহেও করোনার টিকার পরীক্ষা চালাবে চীন

চীনা কোম্পানি সিনোভেকের তৈরি করোনার টিকা
ছবি: রয়টার্স

শিশু-কিশোরদের ওপর এবার করোনা টিকার পরীক্ষামূলক প্রয়োগ করবে চীন। বর্তমানে প্রাপ্তবয়স্কদের ওপর সিনোভেক বায়োটেকের তৈরি এই টিকার শেষ পর্যায়ের পরীক্ষামূলক প্রয়োগ চলছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, শিশু-কিশোরদের ওপর সিনোভেকের টিকার এই পরীক্ষা চলতি মাসের শেষে শুরু হবে। এ জন্য তিন থেকে ১৭ বছর বয়সী স্বাস্থ্যবান ৫৫২ শিশু-কিশোরকে বাছাই করা হয়েছে। প্রতিটি শিশু এই টিকার দুটো ডোজ গ্রহণ করবে। আগামী ২৮ সেপ্টেম্বর চীনের উত্তরাঞ্চলীয় প্রদেশ হিবেইতে এই পরীক্ষামূলক প্রয়োগ শুরু হবে। শিশুদের ওপর এই পরীক্ষার উদ্দেশ্য হলো, সব বয়সী মানুষের শরীরে সিনোভেকের টিকা সমানভাবে কার্যকর কিনা, তা পরখ করা।

সিনোভেকের এক মুখপাত্র জানিয়েছেন, শিশু-কিশোরদের ওপর এই টিকার পরীক্ষামূলক প্রয়োগের অনুমতি চীনা কর্তৃপক্ষ দিয়েছে। জনস হপকিনস ইউনিভার্সিটির তথ্য মতে, আজ শুক্রবার সন্ধ্যা পর্যন্ত সারা বিশ্বে ৯ লাখ ৪৭ হাজারের মতো মানুষ করোনায় মারা গেছেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, করোনায় আক্রান্ত রোগীদের মধ্যে শিশুদের সংখ্যা তুলনামূলক কম। তবে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে এই রোগে অনেক শিশুকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে নিতে হয়েছে।

চীনের বাইরে ব্রাজিল, ইন্দোনেশিয়া ও তুরস্কে প্রাপ্তবয়স্কদের শরীরে সিনোভেকের টিকার শেষ ধাপের পরীক্ষামূলক প্রয়োগ চালানো হচ্ছে। এর আগে চলতি মাসের শুরুর দিকে সিনোভেক বলেছে, তাদের এই টিকা বয়স্কদের শরীরে নিরাপদ। এটি তাদের শরীরে প্রয়োজনীয় অ্যান্টিবডি তৈরিতে সক্ষম হচ্ছে।