সাইবার হামলা নিয়ে ট্রাম্পের দাবি একটি প্রহসন: চীন

ট্রাম্পের আমলে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের সম্পর্কের তিক্ততা বেড়েছে
ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রে সাইবার হামলা নিয়ে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবিকে একটি প্রহসন বলে অভিহিত করেছে চীন। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

চীন গতকাল সোমবার বলে, যুক্তরাষ্ট্রে সাইবার হামলা নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প টুইট করেছেন। তিনি তাঁর টুইটে এই হামলায় বেইজিংয়ের জড়িত থাকার কথা বলেছেন। তাঁর এই দাবি প্রহসন, যা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে বড় ধরনের সাইবার হামলা হয়। একে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় সাইবার হামলা বলা হচ্ছে। এই হামলা ইতিমধ্যে নিয়ন্ত্রণে আনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

ট্রাম্প প্রশাসনের মূল্যায়ন হলো, এই সাইবার হামলার পেছনে রাশিয়ার হাত রয়েছে। তবে রাশিয়া তা অস্বীকার করেছে।

এদিকে ট্রাম্প টুইট করে দাবি করেছেন, সাম্প্রতিক সাইবার হামলায় চীনও জড়িত থাকতে পারে। তবে ট্রাম্প তাঁর এই দাবির ব্যাপারে কোনো তথ্য-প্রমাণ উল্লেখ করেননি।

ট্রাম্প সাইবার হামলার জন্য চীনকে দায়ী করলেও তাঁর পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেন ভিন্ন কথা। এক সাক্ষাৎকারে পম্পেও বলেন, ‘আমরা এটা পরিষ্কারভাবে বলতে পারি যে এই ঘটনায় রাশিয়ার হাত রয়েছে।’

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন যুক্তরাষ্ট্রে এই সাইবার হামলায় বেইজিংয়ের জড়িত থাকার অভিযোগ সরাসরি নাকচ করেছেন। এক সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, সাইবার হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের অভিযোগ গুরুতর নয়; আর তাদের অভিযোগ স্ববিরোধীও।

ওয়াং ওয়েনবিন বলেন, চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অভিযোগগুলো বরাবরই একধরনের প্রহসন। এগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র পাল্টা অভিযোগ করে বলেন, সাইবার নিরাপত্তার ইস্যুটিকে যুক্তরাষ্ট্র রাজনৈতিকীকরণ করেছে। তারা চূড়ান্ত প্রমাণ ছাড়াই ক্রমাগত মিথ্যা তথ্য ছড়ায়। চীনের ভাবমূর্তি নষ্ট ও আন্তর্জাতিক সম্প্রদায়কে বিভ্রান্ত করার প্রয়াসে তারা এসব করে।