সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর মধ্যে বিশ্বে অন্যতম জনপ্রিয় ‘এক্স’। এক সময় টুইটার নামেও পরিচিত ছিল এই মাধ্যম। রাষ্ট্র–সরকারপ্রধান, রাজনীতিক থেকে শুরু করে ধনকুবের, ক্রীড়া–বিনোদন জগতের তারকা; কে নেই এই মাধ্যমে। নিত্যদিন নিজেদের ‘এক্স’ হ্যান্ডল হালনাগাদ করেন তাঁরা। নিজেদের টুকরা স্মৃতি, মনোভাব, যেকোনো গুরুত্বপূর্ণ বিষয়ে নিজস্ব পর্যবেক্ষণ আর অভিমত সবার সঙ্গে ভাগ করে নেন। কোটি কোটি ‘এক্স’ ব্যবহারকারী তাঁদের অনুসরণ করেন। আসুন, একনজরে দেখে নিই, এক্সে সবচেয়ে বেশি অনুসারী রয়েছে কোন ১০ ব্যক্তির। এই হিসাব ২০২৪ সালের ২৫ নভেম্বর পর্যন্ত।
বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের বয়স ৫৩ বছর। বসবাস করেন যুক্তরাষ্ট্রের টেক্সাসে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের মালিক তিনি। এ ছাড়া ইলেকট্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা, মহাকাশ প্রতিষ্ঠান স্পেসএক্সসহ বেশ কিছু বড় বড় প্রতিষ্ঠানের মালিকানা তাঁর হাতে। বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন প্রশাসনে গুরুত্বপূর্ণ পদেও রয়েছেন ইলন মাস্ক। ট্রাম্পের সঙ্গে দহরম–মহরম সম্পর্ক তাঁর। এক্সে বেশ সরব তিনি। ২০২৪ সালের ২৫ নভেম্বর পর্যন্ত এক্সে তাঁর অনুসারীর সংখ্যা ২০ কোটি ৫৯ লাখ। ২০০৯ সালের জুনে এক্সে (তৎকালীন টুইটার) অ্যাকাউন্ট খুলেছেন ইলন মাস্ক।
যুক্তরাষ্ট্রের ৪৪তম প্রেসিডেন্ট ছিলেন বারাক ওবামা। ২০০৯ থেকে ২০১৭ সাল পর্যন্ত দেশটিতে ক্ষমতায় ছিলেন তিনি। পেয়েছেন শান্তিতে নোবেল পুরস্কার। বর্তমানে ওবামার বয়স ৬৩ বছর। থাকেন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসে। নিজ নামে ফাউন্ডেশন চালান ওবামা। ২০০৭ সালের মার্চে এক্সে অ্যাকাউন্ট খুলেছেন ওবামা। সামাজিক যোগাযোগমাধ্যমটিতে বর্তমানে ইলন মাস্কের পর সবচেয়ে বেশি অনুসারী রয়েছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ওবামার। এক্সে ১৩ কোটি ১১ লাখ অনুসারী রয়েছে তাঁর।
পর্তুগালের ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। ৩৯ বছর বয়সী এই তারকা ফুটবলারের স্থায়ী আবাস পর্তুগালের মাদেইরা দ্বীপে। ফুটবল নৈপুণ্যে বিশ্বজুড়ে কোটি ভক্ত রয়েছে তাঁর। ফোর্বসের হিসাবে, ২০২৩ সালে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া খেলোয়াড় ছিলেন তিনি। এক্সেও রয়েছে বিপুল অনুসারী, যা খেলোয়ারদের মধ্যে সর্বোচ্চ। ২০১০ সালের জুনে খোলা এক্স অ্যাকাউন্টে ক্রিশ্চিয়ানো রোনালদোর অনুসারীর সংখ্যা ১১ কোটি ৩৯ লাখ।
পপ তারকা জাস্টিন বিবারের বাড়ি কানাডায়। তবে তিনি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার অভিজাত এলাকা বেভারলি হিলে থাকেন। বিবারের বয়স এখন ৩০ বছর। খুব অল্প বয়স থেকেই দারুণ জনপ্রিয় তিনি। খ্যাতি কুড়িয়েছেন বিবার, তুমুল জনপ্রিয়তা, পরিচিতি পেয়েছেন বিশ্বজুড়ে। ২০১৭ সালে বিশ্বের শীর্ষ ১০০ তারকার তালিকায় তিন নম্বরে ছিল বিবারের নাম। এক্সেও দারুণ জনপ্রিয় বিবার। তিনি ২০০৯ সালের মার্চে এক্সে অ্যাকাউন্ট খুলেছিলেন। অনুসারীর সংখ্যা ১০ কোটি ৯৭ লাখ।
পপ তারকা রিয়ানা একাধারে সংগীত ও অভিনয়শিল্পী এবং ফ্যাশন ব্যবসায়ী। তাঁর বয়স এখন ৩৬ বছর। থাকেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার অভিজাত এলাকা বেভারলি হিলে। একদম শূন্য থেকে উঠে আসা সবচেয়ে কম বয়সী ধনকুবেরদের বৈশ্বিক তালিকায় শুরুতেই রয়েছে রিয়ানার নাম। এক্সে ২০০৯ সালের অক্টোবরে তিনি ছেন। এখন তাঁর ১০ কোটি ৮২ লাখ অনুসারী রয়েছেন।
মার্কিন পপসংগীতের জগতে আরেকটি বড় নাম কেটি পেরি। এই মহাতারকাও থাকেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার অভিজাত এলাকা বেভারলি হিলে। বয়স ৪০ ছুঁয়েছে। বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয় সংগীত ও অভিনয়শিল্পী কেটি পেরি। সামাজিক যোগাযোগমাধ্য এক্সে তাঁর ১০ কোটি ৫৬ লাখ অনুসারী রয়েছে। ২০০৯ সালের ফেব্রুয়ারিতে তিনি এক্সে অ্যাকাউন্ট খুলেছেন।
ভারতের ১৪তম ও বর্তমান প্রধানমন্ত্রী বিজেপি নেতা নরেন্দ্র মোদি। ৭৪ বছর বয়সী এই সরকারপ্রধান থাকেন দিল্লিতে। বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশটির নেতৃত্ব দিচ্ছেন তিনি। ২০০৯ সালের জানুয়ারিতে এক্সে অ্যাকাউন্ট খোলেন মোদি। তাঁর অনুসারী ১০ কোটি ৩৮ লাখ। এক্স অ্যাকাউন্টে শুধু ভারতীয়দের মধ্যে নয়, এশিয়ার মধ্যেও সবচেয়ে বেশি অনুসারী মোদির।
নানা আলোচনা–সমালোচনা পেছনে ফেলে আবারও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। গত ২০ জানুয়ারি দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসের বাসিন্দা হয়েছেন রিপাবলিকান এই রাজনীতিক। তবে শুধু রাজনীতিতে ট্রাম্পের বিচরণ নয়। দীর্ঘদিনের ঝানু ব্যবসায়ী তিনি। আবাসন থেকে শুরু করে প্রযুক্তি আর গণমাধ্যমসহ নানা খাতে বিনিয়োগ রয়েছে ৭৮ বছর বয়সী ট্রাম্পের। এক্সেও সরব ট্রাম্প। ২০০৯ সালের মার্চে অ্যাকাউন্ট খুলেছেন। অনুসারী রয়েছে ৯ কোটি ৫১ লাখ।
বর্তমান বিশ্বের অন্যতম তরুণ আইকন টেলর সুইফট। বয়স ৩৪ বছর। এই পপ তারকার আবাস যুক্তরাষ্ট্রের টেনেসির ন্যাশভিলে। এক্সে অনুসারীর সংখ্যার দিক থেকে অনেকটাই এগিয়ে সুইফট। ২০০৮ সালের ডিসেম্বরে অ্যাকাউন্ট খুলেছেন। অনুসারীর সংখ্যা ৯ কোটি ৪৭ লাখ।
জনপ্রিয় পপ তারকা লেডি গাগা। তিনি একাধারে সংগীতশিল্পী, গীতিকার ও অভিনয়শিল্পী। তাঁর বয়স ৩৮ বছর। থাকেন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে। ২০০৮ সালে এক্সে অ্যাকাউন্ট খুলেছেন লেডি গাগা। তাঁর অনুসারীর সংখ্যা ৮ কোটি ২৫ লাখ।