ইতিহাসের এই দিনে: আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস প্রতিষ্ঠা

বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচন ঘটে অনেক কিছুর। জন্ম ও মৃত্যু হয় অনেকের। রোজকার সব ঘটনা কি আমরা মনে রাখি? তবে কিছু বিষয় স্থায়ীভাবে দাগ কাটে মানুষের মনে, কিছু ঘটনা ইতিহাসের পাতায় উঠে যায়। তেমনই কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ৮ জানুয়ারি। চলুন দেখি, বিশ্বে এদিন কী কী বড় ঘটনা ঘটেছিল। ‘অন দিস ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম

দক্ষিণ আফ্রিকার পতাকাফাইল ছবি: এএফপি

সময়টা ১৯১২ সালের ৮ জানুয়ারি, তখন প্রতিষ্ঠা পায় আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি)। যদিও তখন দক্ষিণ আফ্রিকার ঐতিহ্যবাহী এই রাজনৈতিক দলের নাম ভিন্ন ছিল। প্রতিষ্ঠাকালীন এএনসির নাম ছিল সাউথ আফ্রিকান নেটিভ ন্যাশনাল কংগ্রেস (এসএএনএনসি)। বর্ণবাদ দূর করার পেছনে এই দলের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

আরও পড়ুন

ডোমিনিকান উপকূলে কলম্বাস

ইতালির অভিযাত্রিক ক্রিস্টোফার কলম্বাস নতুন নতুন ভূখণ্ড আবিষ্কারে সমুদ্রে বের হয়েছিলেন। ১৪৯৩ সালের এই দিনে তিনি এখনকার ডোমিনিকান প্রজাতন্ত্রের উপকূলে নোঙর করেন।

আরও পড়ুন

এলভিস প্রিসলির জন্মদিন

ভক্তদের অটোগ্রাফ দিচ্ছেন এলভিস প্রিসলি
ছবি: এএফপি

মার্কিন সংগীত তারকা এলভিস প্রিসলিকে বলা হয় রক অ্যান্ড রোলের রাজা। একাধারে নায়ক ও গায়ক প্রিসলির আজ জন্মদিন। ১৯৩৫ সালের ৮ জানুয়ারি তাঁর জন্ম।

আরও পড়ুন
আরও পড়ুন