ইতিহাসের সবচেয়ে উষ্ণ আগস্ট মাস দেখল চীন

দাবদাহে শুকিয়ে গেছে ইয়াংসে নদী। চংকিং, চীন, ১৭ আগস্ট, ২০২২
ছবি: রয়টার্স

চীনের তাপমাত্রার রেকর্ড রাখার শুরুর সময় থেকে এ যাবৎ কালের মধ্যে সবচেয়ে উষ্ণ আগস্ট মাস দেখল দেশটি। গ্রীষ্মের অস্বাভাবিক তীব্র তাপপ্রবাহে আগস্ট মাসে দেশটির অনেক নদী শুকিয়ে গেছে ও শস্য ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক জায়গায় বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গেছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভি গত মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।

গত মাসে চীনের দক্ষিণাঞ্চলে যে তীব্র দাবদাহ বয়ে গেছে তাতে বিশেষজ্ঞরা বিশ্বের ইতিহাসের অন্যতম ভয়াবহ দাবদাহ বলে মন্তব্য করেছেন। এ সময় সিচুয়ান প্রদেশ ও চংকিং শহরে কয়েক দিন ধরে ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে তাপমাত্রা ছিল।

চীনের আবহাওয়া দপ্তরের বরাতে সিসিটিভির প্রতিবেদনে বলা হয়, চীনজুড়ে গত মাসে গড় তাপমাত্রা ছিল ২২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, যা দেশটির গড় তাপমাত্রার চেয়ে ১ দশমিক ২ ডিগ্রি বেশি। গত মাসে দেশটির ২৬৭ টি আবহাওয়া কেন্দ্র সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড নথিভুক্ত করে। রেকর্ড অনুযায়ী, এবারের আগস্ট মাস ছিল চীনের তৃতীয়-শুষ্কতম। গড় বৃষ্টিপাতের চেয়ে এবার ২৩ দশমিক ১ শতাংশ কম বৃষ্টি হয়েছে।

আবহাওয়া দপ্তরের বরাতে সিসিটিভি আরও বলেছে, এবারের আগস্ট মাসে উচ্চ তাপমাত্রার দিনগুলোতে স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা অনেক বেশি ছিল। আঞ্চলিক উচ্চ-তাপমাত্রা প্রক্রিয়া চীনের ওপর প্রভাব ফেলছে।

বিজ্ঞানীরা বলছেন, মানব সৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে তাপপ্রবাহ, খরা এবং আকস্মিক বন্যার মতো চরম আবহাওয়া আরও ঘন ঘন এবং তীব্র হয়ে উঠছে।