শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ

বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচন ঘটে অনেক কিছুর। জন্ম ও মৃত্যু হয় অনেকের। রোজকার সব ঘটনা কি আমরা মনে রাখি? তবে কিছু বিষয় স্থায়ীভাবে দাগ কাটে মানুষের মনে, কিছু কিছু ঘটনা ইতিহাসের পাতায় উঠে যায়। তেমনই কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ৩ আগস্ট । চলুন দেখি, বিশ্বে এদিন কী বড় বড় ঘটনা ঘটেছিল। ‘অন দিস ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম।

ফ্রান্সের বিরুদ্ধে জার্মানির যুদ্ধ ঘোষণার মধ্য দিয়ে শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ
প্রতীকী ছবি রয়টার্স

সময়টা ১৯১৪ সালের ৩ আগস্ট। ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে জার্মানি। এর মধ্য দিয়ে শুধু ইউরোপে নয়, পুরো বিশ্ব রক্তক্ষয়ী যুদ্ধে জড়িয়ে পড়ে, যা ইতিহাসে প্রথম বিশ্বযুদ্ধ নামে পরিচিত। এই যুদ্ধ ১৯১৮ পর্যন্ত চলে।

আরও পড়ুন

প্রথম অ্যামিউজমেন্ট পার্ক চালু

সান্তা ক্লজ ল্যান্ড—যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের একটি বিনোদনকেন্দ্র বা অ্যামিউজমেন্ট পার্ক। ১৯৪৬ সালের এ দিনে পার্কটি চালু হয়। বিশ্বের প্রথম অ্যামিউজমেন্ট পার্ক এটি।

আরও পড়ুন

ভারতের উদ্দেশে কলম্বাসের যাত্রা

বিশ্বখ্যাত ইতালীয় নাবিক ক্রিস্টোফার কলম্বাস। তিনি স্পেন থেকে ভারতে আসার নৌপথ আবিষ্কারের জন্য অভিযানে নেমেছিলেন। ১৪৯২ সালের ৩ আগস্ট সাগরে জাহাজ ভাসান কলম্বাস। তবে শেষ পর্যন্ত তিনি ভারতে নয়, আমেরিকার ভূখণ্ডে পৌঁছেছিলেন।

আরও পড়ুন

সেবিকা ক্লারা বার্টনের কীর্তি

সময়টা ১৮৬২ সাল। যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধ চলছে। যুদ্ধক্ষেত্রে আহত সেনাদের সেবা দেওয়া এবং চিকিৎসার সরঞ্জাম সরবরাহের অনুমতি পান মার্কিন সেবিকা (নার্স) ক্লারা বার্টন। পরবর্তী সময় তাঁর হাত ধরে প্রতিষ্ঠা পায় আমেরিকান রেড ক্রস।

উত্তর মেরুতে পারমাণবিক সাবমেরিন

যুক্তরাষ্ট্রের একটি পারমাণবিক সাবমেরিন
ফাইল ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের পারমাণবিক সাবমেরিন ইউএসএস নটিলাস। বিশ্বের প্রথম পারমাণবিক সাবমেরিন এটি। ১৯৫৮ সালের ৩ আগস্ট সাবমেরিনটি বরফাচ্ছিদ উত্তর মেরুতে পৌঁছায়। এ জন্য প্রায় ১ হাজার ৬০০ কিলোমিটার বা ১ হাজার মাইল পাড়ি দেয় সাবমেরিনটি। উত্তর মেরুতে পৌঁছানো প্রথম পারমাণবিক সাবমেরিন এটি।

আরও পড়ুন