জার্মানির মিউনিখ শহরে ১৯৭২ সালে বসেছিল গ্রীষ্মকালীন অলিম্পিকের আসর। ওই বছরের ৫ সেপ্টেম্বর অলিম্পিক ভিলেজে প্রবেশ করেন কয়েকজন ‘সন্ত্রাসী’। অপহরণ করা হয় ইসরায়েলের ৯ খেলোয়াড়কে।
অপহরণকারী ব্যক্তিরা নিজেদের ফিলিস্তিনি মুক্তি সংগঠন ব্ল্যাক সেপ্টেম্বরের সদস্য দাবি বলে করেন। তাঁদের চাওয়া ছিল, ইসরায়েলের কারাগারে বন্দী থাকা কয়েকজন ফিলিস্তিনিকে মুক্তি দিতে হবে, কিন্তু তা হয়নি।
জার্মান পুলিশ অপহরণকারীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযানে নামে। এর ফলে অপহরণকারীরা দুজন খেলোয়াড়কে হত্যা করেন। অন্যদিকে অপহরণকারীদের বেশির ভাগ পুলিশের হাতে প্রাণ হারান। প্রাণ যায় একজন পুলিশ সদস্যের। এ কারণে আধুনিক অলিম্পিকের ইতিহাসে ৫ সেপ্টেম্বর একটা কালো দিন হিসেবে বিবেচিত হয়।
আধুনিক পেট্রল পাম্পের যাত্রা শুরু
সময়টা ১৮৮৫ সালের ৫ সেপ্টেম্বর। মার্কিন উদ্যোক্তা সিলভানাস বোউসার একটি যন্ত্র বাণিজ্যিকভাবে বিক্রি করেন। এটি দিয়ে কেরোসিন তোলা ও সরবরাহ করা হতো। যন্ত্রটি কিনেছিলেন যুক্তরাষ্ট্রের ফোর্ট ওয়েইনির এক মুদি ব্যবসায়ী। পরবর্তী সময় ১৯০৫ সালে মোটরগাড়ি নির্মাণ শুরু হলে এই যন্ত্রকে পেট্রল পাম্পে রূপ দেওয়া হয়।
কোরিয়ার প্রথম নভোচারী
ই সো-ইওন দক্ষিণ কোরিয়ার প্রথম নভোচারী। ২০০৭ সালের এই দিনে তিনি ৩৬ হাজারের বেশি প্রার্থীকে পেছনে ফেলে দেশটির প্রথম নভোচারী হিসেবে নির্বাচিত হন। প্রশিক্ষণ শেষে ২০০৮ সালে রাশিয়ার একটি সুয়ুজ নভোযানে চেপে ইতিহাস গড়ে মহাকাশে যান তিনি।
১০ হাজার শ্রমিকের মিছিল
যুক্তরাষ্ট্রে ১৮৮২ সালের ৫ সেপ্টেম্বর প্রথমবারের মতো শ্রমিক দিবসের প্যারেড অনুষ্ঠিত হয়। এই দিন নিউইয়র্কের রাস্তায় নেমে ১০ হাজারের বেশি শ্রমিক মিছিল করেন। শহরটির সিটি হল থেকে শুরু হয়ে ইউনিয়ন স্কয়ার পর্যন্ত এই মিছিল হয়।