ইউক্রেনের বিভিন্ন দূতাবাসে পার্সেল, খুলে পাওয়া গেল পশুর চোখ

ইতালির মাদ্রিদে ইউক্রেন দূতাবাসে পার্সেল পাঠানোর ঘটনার পর সতর্ক অবস্থানে রয়েছেন পুলিশ কর্মকর্তা
ফাইল ছবি: রয়টার্স

ইউরোপের বিভিন্ন দেশে ইউক্রেনের দূতাবাস ও কনস্যুলেটে পার্সেল পাঠানো হয়েছে। ওই পার্সেলগুলো খুলে পাওয়া গেছে পশুর চোখ। শুক্রবার ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওলেহ নিকোলেঙ্কো এ তথ্য জানিয়েছেন। খবর আল-জাজিরার
ফেসবুকে ওলেহ নিকোলেঙ্কোর দেওয়া তথ্য অনুযায়ী, ছয়টি দেশে ইউক্রেনের দূতাবাস ও কনস্যুলেটে পার্সেল পাঠানো হয়। এর মধ্যে রয়েছে হাঙ্গেরি, নেদারল্যান্ডস, পোল্যান্ড, ক্রোয়েশিয়া ও ইতালিতে ইউক্রেন দূতাবাস এবং ইতালির নেপলস, পোল্যান্ডের ক্রাকো ও চেক প্রজাতন্ত্রের বরনো শহরের ইউক্রেন কনস্যুলেট।

গত বুধবার ইতালির মাদ্রিদ শহরে ইউক্রেনের দূতাবাসে একটি পার্সেল পাঠানো হয়। সেটির ভেতরে বিস্ফোরক ছিল। ওই ঘটনায় দূতাবাসের এক কর্মকর্তা আহত হন।

এরপরেই আবার পার্সেল পাঠানোর ঘটনা ঘটল বলে জানান ওলেহ নিকোলেঙ্কো।

এদিকে ওই পার্সেলগুলো কে বা কারা পাঠিয়েছে, তা এখনো জানা যায়নি। ওলেহ নিকোলেঙ্কো বলেন, পার্সেলে চোখ পাঠানোর মধ্য দিয়ে কী বার্তা দেওয়া হয়েছে, তা বোঝার চেষ্টা করা হচ্ছে।

পার্সেলে করে চোখ পাঠানো নিয়ে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা বলেছেন, ‘এটা ইউক্রেনের দূতাবাস ও কনস্যুলেটগুলোতে ভয় ছড়ানোর পরিকল্পনা, তা মনে করার পেছনে যথেষ্ট কারণ রয়েছে।’