ইতিহাসের এই দিনে
চাঁদে পা রাখে মানুষ
বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচন ঘটে অনেক কিছুর। জন্ম ও মৃত্যু হয় অনেকের। তবে কিছু বিষয় দাগ কাটে মানুষের মনে, স্থায়ীভাবে ঠাঁই পায় ইতিহাসে। তেমন কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ২০ জুলাই। ফিরে দেখা যাক উল্লেখযোগ্য কী ঘটেছিল এই দিনে। ‘অন দিজ ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম।
সময়টা ১৯৬৯ সালের ২০ জুলাই। মহাকাশ গবেষণার ইতিহাসে অন্যতম সফল একটি দিন। এই দিনে প্রথমবারের মতো চাঁদে পা রাখে মানুষ। সফল হয় অ্যাপোলো-১১ অভিযান। এই কীর্তি গড়েন মার্কিন নভোচারী নিল আর্মস্ট্রং। তাঁর ঠিক পরপরই চন্দ্রপৃষ্ঠে নামেন আরেক মার্কিন নভোচারী বাজ অলড্রিন। এ সময় অ্যাপোলো-১১ নভোযানে ছিলেন মার্কিন নভোচারী মাইকেল কলিন্স। তাঁদের পৃথিবীতে ফিরে আসার মুহূর্তে টিভির পর্দায় সরাসরি দেখেন লাখো মানুষ।
বিশেষ অলিম্পিকের প্রথম আসর
বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের খেলাধুলার জন্য আলাদা বৈশ্বিক আসর বসে। এ আয়োজন বিশেষ অলিম্পিক নামে পরিচিত। ১৯৬৮ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগোতে বসেছিল বিশেষ অলিম্পিকের প্রথম আসর। এতে অংশ নিয়েছিলেন হাজারখানেক বিশেষভাবে সক্ষম খেলোয়াড়।
প্রধানমন্ত্রী হন শ্রীমাভো বন্দরনায়েকে
দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কার রাজনীতিক শ্রীমাভো বন্দরনায়েকে। ১৯৬০ সালের ২০ জুলাই দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন তিনি। ১৯৬৫ সালের ২৫ মার্চ পর্যন্ত তিনি দেশটির ক্ষমতায় ছিলেন। পরবর্তীকালে আরও দুই মেয়াদে শ্রীলঙ্কা শাসন করেছেন এই নারী। তিনি বিশ্বের প্রথম নারী সরকারপ্রধান।
প্রথম এভারেস্টজয়ী হিলারির জন্ম
নেপালের শেরপা তেনজিং নোরগেকে সঙ্গে নিয়ে প্রথমবারের মতো বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টের চূড়ায় উঠেছিলেন এডমন্ড হিলারি। নিউজিল্যান্ডের এই পর্বতারোহীর জন্মদিন আজ। ১৯১৯ সালের এদিনে জন্ম নেন তিনি। ২০০৮ সালের ১১ জানুয়ারি নিউজিল্যান্ডে স্যার এডমন্ড হিলারির মৃত্যু হয়েছে।
হারানো জাহাজে ধনরত্নের সন্ধান
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলে ডুবে গিয়েছিল স্পেনের একটি জাহাজ। ১৭ শতকের এ জাহাজে বিপুল ধনরত্ন ছিল। জাহাজটির সন্ধানে নেমেছিলেন যুক্তরাষ্ট্রের অভিযাত্রিক মেল ফিশার। দীর্ঘ ১৫ বছর ধরে সন্ধান কার্যক্রম চালিয়ে যান তিনি। অবশেষে ১৯৮৫ সালের এই দিনে সফল হন তিনি। খুঁজে পান পুরোনো এই জাহাজের অস্তিত্ব। পাওয়া যায় কয়েক টন সোনা, রুপা, মূল্যবান রত্ন।