ইতিহাসের এই দিনে: চালু হলো ইউরো

বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচন ঘটে অনেক কিছুর। জন্ম ও মৃত্যু হয় অনেকের। রোজকার সব ঘটনা কি আমরা মনে রাখি? তবে কিছু বিষয় স্থায়ীভাবে দাগ কাটে মানুষের মনে, কিছু কিছু ঘটনা ইতিহাসের পাতায় উঠে যায়। তেমনই কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ১ জানুয়ারি। চলুন দেখি, বিশ্বে এদিন কী বড় বড় ঘটনা ঘটেছিল। ‘অন দিস ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম

ইউরো
প্রতীকী ছবি: রয়টার্স

ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোর অভিন্ন মুদ্রা ইউরো। ২০০২ সালের ১ জানুয়ারি, অর্থাৎ নববর্ষে জোটভুক্ত ১২টি দেশে চালু হয় ইউরো। ওই দিন এসব দেশ নিজস্ব ব্যাংক নোট ও মুদ্রার পরিবর্তে অভিন্ন ইউরো বাজারে ছাড়ে। পরবর্তী সময়ে ইইউভুক্ত বাকি দেশগুলোয় চালু হয় ইউরো।

সত্যেন্দ্রনাথ বসুর জন্মদিন
ভারতের আলোচিত গণিতবিদ ও পদার্থবিদ সত্যেন্দ্রনাথ বসু। বিখ্যাত জার্মান-আমেরিকান পদার্থবিদ আলবার্ট আইনস্টাইনের বন্ধু ছিলেন তিনি। আজ সত্যেন্দ্রনাথ বসুর জন্মদিন। ১৮৯৪ সালের এই দিনে তাঁর জন্ম।

আরও পড়ুন
আরও পড়ুন
আরও পড়ুন
কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রো
ছবি: রয়টার্স

সফল হয় কিউবা বিপ্লব
প্রায় ছয় বছরের সশস্ত্র সংঘাত শেষে ১৯৫৯ সালের ১ জানুয়ারি সফল হয় কিউবা বিপ্লব। বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রো রাজধানী হাভানায় প্রেসিডেন্ট ফুলজেনসিও বাতিস্তা সরকারকে উৎখাত করেন। বাতিস্তা ডোমিনিকান রিপাবলিকে পালিয়ে যান। ২০০৮ সাল পর্যন্ত ফিদেল কিউবা শাসন করেন।

জুলিয়ান দিনপঞ্জি চালু
সময়টা ৪৫ খ্রিষ্টপূর্বাব্দ। আজকের দিনে প্রাচীন রোমে চালু হয় নতুন একটি ক্যালেন্ডার বা দিনপঞ্জি। নাম জুলিয়ান দিনপঞ্জি। শাসক জুলিয়াস সিজারের নামে এ দিনপঞ্জি। এতে ৩৬৫ দিনের বছরের হিসাব চালু হয়। প্রতি চার বছর পরপর এক দিন বাড়তি (লিপ ইয়ার) থাকে। বর্তমানে এই দিনপঞ্জি মেনে চলা হয়।

আরও পড়ুন
আরও পড়ুন