ইতিহাসের এই দিনে: সবচেয়ে গভীর খাদের সন্ধান

বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচন ঘটে অনেক কিছুর। জন্ম ও মৃত্যু হয় অনেকের। রোজকার সব ঘটনা কি আমরা মনে রাখি? তবে কিছু বিষয় স্থায়ীভাবে দাগ কাটে মানুষের মনে, কিছু ঘটনা ইতিহাসের পাতায় উঠে যায়। তেমনই কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ২৭ ডিসেম্বর। চলুন দেখি, বিশ্বে এই দিনে কী কী বড় ঘটনা ঘটেছিল। ‘অন দিস ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম

মেক্সিকোর সেই গভীর খাদ
ছবি: টুইটার থেকে নেওয়া

সময়টা ১৯৬৬ সালের ২৭ ডিসেম্বর। মেক্সিকোয় একটি গুহার ভেতরে বিশাল খাদের সন্ধান পাওয়া যায়। এর নাম ‘কেভ অব স্যালোস’। মেপে দেখা যায়, এটির গভীরতা ৩৭০ মিটার বা প্রায় ১ হাজার ২১৪ ফুট। এটা বিশ্বের সবচেয়ে গভীর গুহাখাদ। এটা এতটাই গভীর যে এতে আইফেল টাওয়ার এঁটে যাবে।

আরও পড়ুন

‘র‍্যাবাই’ হন নারী

রেগিনা জোনাস—ইতিহাস গড়া এক নারী। জার্মানির বার্লিনে ১৯৩৫ সালের ২৭ ডিসেম্বর ইহুদিদের ধর্মীয় নেতা র‍্যাবাইয়ের দায়িত্ব নেন তিনি। এর মধ্য দিয়ে ইতিহাস গড়েন জোনাস। এর আগে কোনো নারী এই দায়িত্ব পাননি।

আরও পড়ুন

সাইকেল চালিয়ে অ্যান্টার্কটিকায়

বরফাচ্ছাদিত অ্যান্টার্কটিকা
প্রতীকী ছবি: রয়টার্স

বরফাচ্ছাদিত অ্যান্টার্কটিকায় সাইকেল চালানো সহজ নয়। কঠিন এ কাজ করেন ব্রিটিশ অভিযাত্রীক মারিয়া লেইজেরস্টাম। ২০১৩ সালের এই দিনে তাঁর অভিযান শেষ হয়। সাইকেল চালিয়ে তিনিই প্রথম অ্যান্টার্কটিকার উপকূল থেকে দক্ষিণ মেরু পর্যন্ত যান।

আরও পড়ুন

স্পেনে ‘ল অব বুরহস’ পাস

১৫১২ সালের ২৭ ডিসেম্বর স্পেনের শাসক রাজা দ্বিতীয় ফার্ডিন্যান্ড একটি আইন পাস করেন। নাম ছিল ‘ল অব বুরহস’। দক্ষিণ আমেরিকার স্থানীয় আদিবাসীদের সঙ্গে ঔপনিবেশিক স্পেনের শাসকদের আচরণ কেমন হবে, তা ছিল এই আইনের মূলকথা।

আরও পড়ুন
আরও পড়ুন