সার্চ পণ্য আনছে ওপেনএআই

চ্যাটজিপিটির নতুন এপিআই উন্মুক্ত করল ওপেন এআই
রয়টার্স

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)–নির্ভর সার্চ সুবিধা আনতে পারে মার্কিন প্রযুক্তিপ্রতিষ্ঠান ওপেনএআই। এ বিষয়ে জ্ঞাত দুটি সূত্র বলেছে, আগামী সোমবার গুগলের প্রতিদ্বন্দ্বী হিসেবে নতুন এ সুবিধা আনতে পারে প্রতিষ্ঠানটি।

অবশ্য সার্চ সুবিধা আনার তারিখ পরিবর্তন হতে পারে। এর আগে কয়েকটি গণমাধ্যমে মাইক্রোসফটের বিনিয়োগে তৈরি ওপেনএআই প্রতিষ্ঠানটির সার্চ পণ্য তৈরির তথ্য সামনে এসেছিল।

আগামী মঙ্গলবার গুগলের ডেভেলপার বা প্রোগ্রামারদের নিয়ে বার্ষিক সম্মেলন আইও। এ সম্মেলনে নানা সুবিধা ঘোষণা করে থাকে গুগল। কিন্তু গুগলের পণ্য ঘোষণার আগেই ওপেনএআই তাদের পণ্যের ঘোষণা দিতে পারে।

ওপেনএআইয়ের সার্চ পণ্য হবে মূলত তাদের চ্যাটজিপিটি পণ্যের বর্ধিত একটি রূপ। এতে চ্যাটজিপিটি থেকে ব্যবহারকারী যা অনুসন্ধান করতে চাইছে, তা ওয়েবের বিভিন্ন স্থান থেকে খুঁজে সামনে হাজির করবে সার্চ ইঞ্জিন।

আরও পড়ুন