স্কটল্যান্ডের রসায়নবিদ জ্যাকব ব্ল্যাক। ১৭৫৪ সালের ১১ জুন তিনি নতুন এক গ্যাস শনাক্ত করেন। তিনি দেখতে পান ক্যালসিয়াম কার্বোনেটকে উত্তপ্ত করলে তা নতুন ধরনের একটি গ্যাসে পরিণত হয়। এই গ্যাস পরে কার্বন ডাই–অক্সাইড নামে পরিচিতি পায়। বিজ্ঞানীরা জানান, মানুষ নিশ্বাসের মাধ্যমে কার্বন ডাই–অক্সাইড নিঃসরণ করে। পরে উদ্ভিদ তা গ্রহণ করে নিজেদের খাদ্য উৎপাদনে কাজে লাগায়। বৈশ্বিক জলবায়ু পরিবর্তন ও উষ্ণায়নের জন্য অনেকাংশে দায়ী করা হয় এই গ্যাসকে।
মুক্তি পায় জুরাসিক পার্ক
হলিউডের সাড়া জাগানো চলচ্চিত্র জুরাসিক পার্ক। ১৯৯৩ সালের এই দিনে মুক্তি পায় স্বনামধন্য নির্মাতা স্টিফেন স্পিলবার্গ পরিচালিত সিনেমাটি। প্রথমবারের মতো এতে ডাইনোসরের অবয়ব দেখানো হয়। মুক্তির পরপর দারুণ সাড়া ফেলে জুরাসিক পার্ক। আয়ের দিক থেকেও রেকর্ড গড়ে সিনেমাটি। এর চার বছর পর মুক্তি পায় আরেকটি সাড়া জাগানো সিনেমা টাইটানিক। তার আগে পর্যন্ত বিশ্বে সবচেয়ে বেশি আয় করা সিনেমা ছিল জুরাসিক পার্ক।
অস্ট্রেলিয়ার পার্লামেন্টে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রতিনিধি
নেভিলে বোনার—অস্ট্রেলিয়ার সিনেটর। তিনি দেশটির পার্লামেন্টে প্রতিনিধিত্বকারী প্রথম ক্ষুদ্র কোনো জাতিগোষ্ঠীর সিনেটর হিসেবে পরিচিত। ১৯৭১ সালের ১১ জুন বোনার ইতিহাস গড়ে সিনেটর হিসেবে দায়িত্ব নেন।
হোভারক্রাফটের প্রথম প্রদর্শনী
হোভারক্রাফট এমন বিশেষ একটি যান, যা জল, স্থল, বরফসহ অন্যান্য যেকোনো পৃষ্ঠের ওপর দিয়ে অনায়াসে চলাচল করতে পারে। বিশ্ববাসী প্রথমবারের মতো হোভারক্রাফট দেখে ১৯৫৯ সালের ১১ জুন। এদিন যুক্তরাজ্যের উপকূলে প্রথমবার পরীক্ষামূলকভাবে এই যান চালানো হয়। পরীক্ষামূলক চালোনায় এর সর্বোচ্চ গতি ওঠে প্রতি ঘণ্টায় ১২৬ কিলোমিটার বা প্রায় ৭৮ মাইল।