আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের অর্জন শূন্য: পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
ফাইল ছবি: রয়টার্স

আফগানিস্তানে ২০ বছরের যুদ্ধ শেষ করে মার্কিন বাহিনী দেশে ফিরে গেছে। এরপর তা নিয়ে কথা বললেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার তিনি বলেছেন, আফগানিস্তানে মার্কিন বাহিনীর অর্জন শূন্য। এই যুদ্ধের মধ্য দিয়ে শুধু ক্ষয়ক্ষতি হয়েছে এবং মানুষের প্রাণ গেছে। খবর রয়টার্সের।

আল-জাজিরার খবরে বলা হয়েছে, রাশিয়ার পূর্বাঞ্চলে ভ্লাদিভস্তকে কথা বলেছেন পুতিন। সেখানে স্কুলের শিক্ষাবর্ষ শুরুর একটি অনুষ্ঠানে তিনি বলেন, এই যুদ্ধের মধ্য দিয়ে এটা প্রমাণিত হলো, কোনো মূল্যবোধ অন্য কোনো জাতির ওপর চাপিয়ে দেওয়া যায় না। আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ ত্রুটিপূর্ণ ছিল বলেও মন্তব্য করেছেন তিনি।

পুতিন বলেন, মার্কিন বাহিনী সেখানে ২০ বছর ছিল। এই ২০ বছরে তারা আফগানিস্তানে বসবাসরত মানুষের জীবন-যাপনে পরিবর্তন আনার চেষ্টা করেছে। মার্কিনিরা তাদের নিয়মকানুন, জীবনযাপনের আদর্শ তা চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে আফগানদের ওপর। তিনি বলেন, এর ফলাফল হিসেবে এসেছে বেদনাদায়ক ঘটনা। আর যুক্তরাষ্ট্রের হয়ে যারা কাজ করেছেন তারা প্রাণ হারিয়েছেন। এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের অর্জন নেতিবাচক। যদি তা না হয় তবে সেই অর্জন শূন্য।

আফগানিস্তান ইস্যুতে এর আগেও কথা বলেছেন পুতিন। তিনি বলেছিলেন, তৎকালীন সোভিয়েত ইউনিয়নের পরাজয় থেকে শিক্ষা নিয়েছে তাঁর দেশ। তাই রাশিয়া আর আফগানিস্তানে সেনা মোতায়েন করবে না। পুতিন বলেছিলেন, আফগানদের মতো কোনো জাতির সঙ্গে কাজ করতে গেলে তাদের ইতিহাস, সংস্কৃতি এবং দর্শন আমলে নেওয়া জরুরি।