ইইউর মহাকাশ সহায়তা বন্ধ করছে রাশিয়া
ইউরোপকে মহাকাশ গবেষণায় সহযোগিতা স্থগিতের ঘোষণা দিয়েছে রাশিয়ার মহাকাশ সংস্থা রসকসমস। ফ্রেঞ্চ গায়ানার কৌরো মহাকাশবন্দর থেকে ইউরোপের কোনো মহাকাশযান পাঠানোর সুবিধা এতে বন্ধ হয়ে যাবে। ইউক্রেন নিয়ে পশ্চিমাদের নিষেধাজ্ঞার জবাবে রসকসমস প্রধান দিমিত্রি রোগোজিন গতকাল শনিবার এ ঘোষণা দেন। খবর রয়টার্সের।
দিমিত্রি রোগোজিন তাঁর টেলিগ্রাম চ্যানেলে এক পোস্টে বলেন, ‘আমাদের কোম্পানিগুলোর বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার জবাবে রসকসমস ইউরোপীয় অংশীদারদের কৌরো মহাকাশবন্দর থেকে মহাকাশযাত্রায় সহযোগিতা স্থগিত করছে। এ ছাড়া ফ্রেঞ্চ গায়ানা থেকে প্রযুক্তি খাতের কর্মীদের সরিয়ে নিচ্ছে।’
এর আগে রাশিয়ার মহাকাশ সংস্থার প্রধান গত বৃহস্পতিবার সতর্ক করে বলেন, তাঁর দেশের ওপর আরোপিত নতুন নিষেধাজ্ঞা আন্তর্জাতিক মহাকাশ স্টেশন প্রোগ্রামের জন্য মারাত্মক পরিণতি হতে পারে।
রোগোজিন টুইটারে প্রযুক্তি রপ্তানির ওপর মার্কিন নিষেধাজ্ঞার নিন্দা জানান। তিনি বাইডেনকে প্রশ্ন করে বলেন, ‘আপনি কি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আমাদের সহযোগিতা ধ্বংস করতে চান? সহযোগিতা বন্ধ করলে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনকে অনিয়ন্ত্রিতভাবে যুক্তরাষ্ট্র বা ইউরোপের ভূখণ্ডে পড়া থেকে কে রক্ষা করবে?’
এদিকে যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসা বলেছে, তারা রসকসমসসহ আন্তর্জাতিক সহযোগীদের সঙ্গে কাজ চালিয়ে যাচ্ছে।