এর আগে রাশিয়ার মহাকাশ সংস্থার প্রধান গত বৃহস্পতিবার সতর্ক করে বলেন, তাঁর দেশের ওপর আরোপিত নতুন নিষেধাজ্ঞা আন্তর্জাতিক মহাকাশ স্টেশন প্রোগ্রামের জন্য মারাত্মক পরিণতি হতে পারে।
রোগোজিন টুইটারে প্রযুক্তি রপ্তানির ওপর মার্কিন নিষেধাজ্ঞার নিন্দা জানান। তিনি বাইডেনকে প্রশ্ন করে বলেন, ‘আপনি কি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আমাদের সহযোগিতা ধ্বংস করতে চান? সহযোগিতা বন্ধ করলে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনকে অনিয়ন্ত্রিতভাবে যুক্তরাষ্ট্র বা ইউরোপের ভূখণ্ডে পড়া থেকে কে রক্ষা করবে?’
এদিকে যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসা বলেছে, তারা রসকসমসসহ আন্তর্জাতিক সহযোগীদের সঙ্গে কাজ চালিয়ে যাচ্ছে।