ইউক্রেনের উপকূলীয় বারদিয়ানস্ক শহর এখন রাশিয়ার নিয়ন্ত্রণে

ইউক্রেনে পঞ্চম দিনের মতো রুশ হামলা অব্যাহত রয়েছে
ছবি: রয়টার্স

ইউক্রেনের দক্ষিণাঞ্চলের উপকূলীয় শহর বারদিয়ানস্ক এখন রাশিয়ার নিয়ন্ত্রণে। শহরটির মেয়রের বরাত দিয়ে আজ সোমবার বিবিসি অনলাইনের লাইভে এসব তথ্য জানানো হয়।

মেয়র আলেকজান্ডার সভিডলো এক ফেসবুক ভিডিওতে বলেন, রুশ সেনারা স্থানীয় সময় গতকাল রোববার বিকেল পৌনে চারটার দিকে শহরে প্রবেশ করেন। তার কিছুক্ষণ পর তাঁদের শহরের কেন্দ্রস্থলে ঘোরাঘুরি করতে দেখা যায়।

আরও পড়ুন

রুশ সেনারা স্থানীয় সময় রাত আটটায় শহরের সিটি হলে প্রবেশ করেন।

মেয়র বলেন, ‘রাশিয়ানরা আমাদের জানিয়েছে যে শহরের সব প্রশাসনিক ভবন তাঁদের নিয়ন্ত্রণে। তাঁরা নির্বাহী কমিটির ভবনের নিয়ন্ত্রণ নিচ্ছেন।’

আলেকজান্ডার আরও বলেন, সশস্ত্র লোকদের নিয়ন্ত্রণে কাজ করার প্রস্তাবকে তিনি অগ্রহণযোগ্য বলে মনে করেন। তাই অপারেশনাল হেডকোয়ার্টারের সদস্য হিসেবে তাঁরা শহরের কার্যনির্বাহী কমিটির ভবন ত্যাগ করেছেন।

কৃষ্ণসাগরের তীরবর্তী শহরটিতে একটি ছোট নৌঘাঁটি রয়েছে। শহরে প্রায় এক লাখ ইউক্রেনীয় বাস করে।

ইউক্রেনে পঞ্চম দিনের মতো রুশ হামলা অব্যাহত রয়েছে। তবে রুশ সেনারা ইউক্রেনের বিভিন্ন স্থানে প্রতিরোধের মুখে পড়ছেন। কয়েকটি শহরে পথে পথে দুই পক্ষের মধ্যে যুদ্ধ হচ্ছে।

গতকাল রুশ বাহিনী ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে ঢুকলেও তাঁদের প্রতিহত করার কথা জানায় ইউক্রেন কর্তৃপক্ষ। রাজধানী কিয়েভকেও রুশ সেনামুক্ত করার ঘোষণা দিয়েছে তারা।

যুদ্ধে ৪ হাজার ৩০০ রুশ সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছে ইউক্রেন। রুশ সেনাদের হতাহতের কথা স্বীকার করলেও এ বিষয়ে মস্কোর পক্ষ থেকে বিস্তারিত কিছু বলা হয়নি।