ইউক্রেনে দুই শতাধিক সাইবার হামলা চালিয়েছে রাশিয়া: মাইক্রোসফট

রাশিয়ার সাইবার হামলা ঠেকাতে ইউক্রেনের সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ ও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছে মাইক্রোসফটছবি: রয়টার্স

ইউক্রেনে রুশ বাহিনীর হামলা শুরুর পর থেকে রাশিয়ার সরকারের সঙ্গে সংশ্লিষ্টতা আছে—এমন বেশ কয়েকটি হ্যাকার গোষ্ঠী দেশটিতে দুই শতাধিক সাইবার হামলা চালিয়েছে। স্থানীয় সময় গতকাল বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে এমন তথ্যই দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট। খবর বার্তা সংস্থা এএফপির।

মাইক্রোসফটের প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধক্ষেত্রে সামরিক আক্রমণের সঙ্গে সঙ্গে প্রায়ই সাইবার হামলা করা রাশিয়ার হাইব্রিড যুদ্ধ কৌশলে পরিণত হয়েছে।

রাশিয়ার এ ধরনের হামলা ঠেকানোর জন্য ইউক্রেনের সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ ও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বিতভাবে কাজ করা মাইক্রোসফট আরও বলেছে, ‘আগ্রাসন শুরুর ঠিক আগ মুহূর্ত থেকে আমরা রাশিয়ার সঙ্গে সংশ্লিষ্ট অন্তত ৬ দেশ থেকে ২৩৭ বারের বেশি সাইবার হামলা করতে দেখেছি।’

প্রতিবেদনে বলা হচ্ছে, ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার এমন ধ্বংসাত্মক আক্রমণ চলমান। রাশিয়ার এসব হামলা ইউক্রেনের মানুষের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।

মাইক্রোসফট বলছে, ‘আগ্রাসন শুরুর প্রথম সপ্তাহে রাশিয়ার হ্যাকাররা ইউক্রেনের প্রধান একটি গণমাধ্যমে সাইবার হামলা করেছিল। যেদিন এ হামলা চালানো হয়, একই দিন ইউক্রেনে বিভ্রান্তি ছড়ানো গণমাধ্যম ধ্বংস করার ঘোষণা ও কিয়েভে একটি টিভি টাওয়ারে ক্ষেপণাস্ত্র হামলার নির্দেশ দিয়েছিল রুশ সামরিক বাহিনী।’

প্রতিবেদনে বলা হচ্ছে, ‘ইউক্রেনের সরকারি ও সামরিক প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমে ব্যাঘাত ঘটানো বা অচল করে দেওয়ার লক্ষ্যে রাশিয়া দেশটিতে এসব হামলা চালায়।

এসব হামলা চালানোর মধ্য দিয়ে ইউক্রেনের সরকারি ও সামরিক প্রতিষ্ঠানগুলোর ওপর দেশটির মানুষের আস্থা নষ্ট করার লক্ষ্য নেয় রাশিয়ার হ্যাকাররা।’