ইউক্রেন তাদের আশা কৌতুক অভিনেতার হাতে তুলে দিয়েছিল: বলসোনারো

ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো
ছবি: রয়টার্স

ইউক্রেনের মানুষ তাদের আশা–আকাঙ্খা একজন কৌতুক অভিনেতার হাতে তুলে দিয়েছিল বলে মন্তব্য করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে নিয়ে ঠাট্টাও করেন তিনি। গতকাল রোববার এক সংবাদ সম্মেলনে তিনি এসব মন্তব্য করেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, ইউক্রেনে হামলার জন্য রাশিয়ার নিন্দা জানাতে অসম্মতি জানান ব্রাজিলের এই রাজনীতিবিদ। তিনি বলেন, এ সংঘাতে ব্রাজিল ‘নিরপেক্ষ’ থাকবে। আসলে ব্রাজিল আর রাশিয়া ভাই ভাই। আমরা কোনো পক্ষ নেব না। নিরপেক্ষ থাকব। নিরপেক্ষ থেকে যতটুকু দরকার সহায়তা করে যাব। ইউক্রেনে বাস করা অনেক নাগরিক রুশ ভাষায় কথা বলেন।

বলসোনারো আরও বলেন, আমি দুই ঘণ্টা রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে কথা বলেছি।

গত বৃহস্পতিবার ইউক্রেনের দনবাস এলাকায় সামরিক অভিযানের ঘোষণা দেন পুতিন। এর পর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্য সংঘাত চলছে। হামলার পঞ্চম দিনে ইউক্রেনের বেশির ভাগ অঞ্চল থেকে সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। এ সংঘর্ষে দুই দেশেরই সেনা-বেসামরিক মানুষ হতাহত হয়েছেন।