উচ্চ স্বরে কথা বলায় চাকরি গেল বিশ্ববিদ্যালয় শিক্ষকের

যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব এক্সেটারের পদার্থবিজ্ঞান বিভাগে ৩০ বছর ধরে পড়াচ্ছেন ওই শিক্ষক
ছবি: বিবিসির সৌজন্যে

উচ্চ স্বরে কথা বলায় সম্প্রতি বরখাস্ত হন যুক্তরাজ্যের একটি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক। অন্যায্য কারণে তাঁকে বরখাস্ত করা হয়েছে দাবি করে তিনি বিচার চান। বিচারে ওই শিক্ষকের জয় হয়েছে। একই সঙ্গে এক লাখ পাউন্ড দেওয়া হয়েছে তাঁকে। আজ বুধবার এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে বিবিসি।

এমন ঘটনা ঘটেছে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব এক্সেটারের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক ড. আন্নেটে প্লটের সঙ্গে। আন্নেটের বয়স ৬০ বছর। ৩০ বছর ধরে তিনি ওই বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন। সম্প্রতি নারী ও একই সঙ্গে গলার স্বর অস্বাভাবিক বেশি হওয়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁকে বরখাস্ত করে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, আন্নেটে প্লট পিএইচডি শিক্ষার্থীদের সঙ্গে এমন আচরণ করেছেন, যার জন্য তাঁকে বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া শিক্ষার্থী ও সহকর্মীদের সঙ্গে উচ্চবাচ্য করেছেন তিনি। ওই রায়ের বিরুদ্ধে আদালতে আপিল করা হবে বলেও বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।