এবার আরেক শহরের মেয়রকে ধরে নিয়ে গেল রুশ বাহিনী

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর দিনিপ্রোরুদনের মেয়র ইয়েভেন মাতভিয়েভ।ছবি: টুইটার

ইউক্রেনে আরও এক মেয়রকে ধরে নিয়ে গেছে রাশিয়ার সেনাবাহিনী। তারা দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর দিনিপ্রোরুদনের মেয়র ইয়েভেন মাতভিয়েভকে আটক করেছে বলে জানিয়েছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা। খবর বিবিসির।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী টুইটে দাবি করেন দিনিপ্রোরুদনের মেয়র রুশ সেনাদের হাতে ‘অপহৃত’ হয়েছেন।

আরও পড়ুন

এর আগে ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় আরেক শহর মেলিতোপোলের মেয়র ইভান ফেদরোভকে আটকের পর তাঁর জায়গায় নতুন মেয়র নিয়োগ দিয়েছে রুশ বাহিনী।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা টুইটে লিখেছেন, ‘আজ (রোববার) রাশিয়ার যুদ্ধাপরাধীরা ইউক্রেনের গণতান্ত্রিকভাবে নির্বাচিত আরও এক মেয়র ও দিনিপ্রোরুদনের প্রধান ইয়েভেন মাতভিয়েভকে অপহরণ করেছে। হামলাকারীরা (রুশ সেনারা) সন্ত্রাসীতে পরিণত হয়েছে।’

মেলিতোপোল থেকে উত্তরে ৮৫ কিলোমিটার দূরে দিনিপ্রোরুদনের অবস্থান। মেলিতোপোলের মেয়র ইভান ফেদরোভকে ধরে নিয়ে যাওয়ার পর স্থানীয় টিভিতে সেখানকার মেয়র হিসেবে গালিনা দানিলশেঙ্কোর নাম ঘোষণা করা হয়েছে। স্কাই নিউজ বলছে, দানিলশেঙ্কো মেলিতোপোল নগর পরিষদের সাবেক সদস্য ছিলেন। তিনি রাশিয়ার সেনাবাহিনীর নির্বাচিত।

কয়েক দিনের মধ্যেই দুজন মেয়রকে রুশ সেনারা ধরে নিয়ে যাওয়ার পর নিজের অবস্থান নিয়েও শঙ্কায় পড়েছেন ইউক্রেনের রাজধানী কিয়েভের মেয়র ভিতালি কিলিৎসকো। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে কিয়েভের মেয়র বলেন, পরপর দুই মেয়র অপহৃত হওয়ায় এবার নিজে অপহৃত হওয়ার শঙ্কায় পড়েছেন তিনি।