উড়োজাহাজেই প্রসববেদনায় কষ্ট পাচ্ছিলেন আফগান এক মা। তিনি যুক্তরাষ্ট্রের উড়োজাহাজে আফগানিস্তান ছেড়ে যাচ্ছিলেন। খবর বিবিসির।

স্থানীয় সময় আজ রোববার এক টুইটে যুক্তরাষ্ট্রের এয়ার মোবিলিটি কমান্ড জানান, ওই মা তাঁর পরিবারের সঙ্গে উড়োজাহাজে ছিলেন। পথেই তাঁর প্রসববেদনা শুরু হয়।

ওই কমান্ডার আরও বলেন, উড়োজাহাজে ভ্রমণরত অবস্থায় ওই মায়ের শারীরিক জটিলতা হয়। উড়োজাহাজটি কিছুটা নিচে নামিয়ে এনে অক্সিজেনের সুব্যবস্থা করার পর মায়ের অবস্থা স্থিতিশীল হয়। মায়ের জীবন রক্ষা করা সম্ভব হয়।

জার্মানির রামস্টেইন বিমানঘাঁটিতে উড়োজাহাজটি অবতরণের পর যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর চিকিৎসক দল শিশুটির প্রসবে সহায়তা করেন। মা ও শিশু দুজনেই সুস্থ আছে। নিকটবর্তী একটি চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়েছে মা ও শিশুকে।