ব্রিটিশ যুদ্ধজাহাজকে সতর্ক করতে রাশিয়ার গুলি ও বোমা

ব্রিটিশ এই যুদ্ধজাহাজটিকে সতর্ক করতে রাশিয়ার যুদ্ধবিমান ও জাহাজ থেকে বোমা ও গুলি ছোড়া হয়। কৃষ্ণসাগর, ইউক্রেন, ১৮ জুন।
ছবি: রয়টার্স

যুক্তরাজ্যের যুদ্ধজাহাজ লক্ষ্য করে বোমা ও গুলি ছুড়েছে রাশিয়ার বাহিনী। বুধবার রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, জাহাজটিকে সতর্ক করতে এসব করা হয়েছে। খবর রয়টার্সের।

যুক্তরাজ্যের গণমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, রাশিয়ার ২০টি উড়োজাহাজ ও কোস্টগার্ডের দুটি জাহাজ ব্রিটিশ ওই জাহাজের পিছু নিয়েছিল। ক্রিমিয়ার কাছাকাছি এ ঘটনা ঘটে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ক্রিমিয়ার উপকূল থেকে প্রায় ১৯ কিলোমিটার দূরে ব্রিটিশ ওই যুদ্ধজাহাজটির পথে তাদের টহল জাহাজ গুলি ছুড়েছে এবং যুদ্ধবিমান থেকে বোমা ফেলা হয়েছে। সতর্ক করতে এসব করা হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

কিন্তু যুক্তরাজ্যের সরকার এ ঘটনা অস্বীকার করেছে। যদিও ওই জাহাজে থাকা বিবিসির এক সাংবাদিক বলেন, রাশিয়ার সেনারা ব্রিটিশ জাহাজটিকে হয়রানি করেছে।
এইচএমএস ডিফেন্ডার নামের ওই জাহাজ কৃষ্ণসাগর হয়ে জর্জিয়া যাচ্ছিল। এ যুদ্ধজাহাজে রয়েছেন বিবিসির প্রতিনিধি জনাথন বিলে। তিনি বলেন, রুশ বাহিনীর সঙ্গে সংঘর্ষ হতে পারে এমন আশঙ্কা থেকে প্রস্তুতি নিয়েছিল ব্রিটিশ বাহিনীর সদস্যরা। এর আগে রেডিওর মাধ্যমে সতর্কবার্তা দিয়েছিল রুশ বাহিনী।

জনাথন জানিয়েছেন, তিনি দেখেছেন ২০টির বেশি যুদ্ধবিমান তাঁদের জাহাজের ওপর দিয়ে উড়ে গেছে। এ ছাড়া রাশিয়ার কোস্টগার্ডের দুটি জাহাজ ব্রিটিশ জাহাজটির প্রায় ১০০ মিটারের মধ্যে এসেছিল।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, রাশিয়া বলেছে, এটি রাশিয়ার সমুদ্রসীমায় ঢুকে পড়ছিল। তবে যুক্তরাজ্য সরকার এ বক্তব্য উড়িয়ে দিয়েছে।

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় বিবৃতিতে বলেছে, আন্তর্জাতিক আইন মেনে জাহাজটি চলছিল। এ ছাড়া ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের এক মুখপাত্র বলেছেন, তাঁদের যুদ্ধজাহাজ লক্ষ্য করে গুলি চালানো হয়েছে বা জাহাজটি রাশিয়ায় সমুদ্রসীমায় ঢুকেছিল—এ দুটির কোনোটিই সঠিক নয়।