মস্কোয় দ্বিতীয় দিনের মতো রেকর্ড করোনা রোগী শনাক্ত

মস্কোতে নতুন শনাক্তের ৯০ শতাংশই ডেলটা ভেরিয়েন্ট
ছবি: এএফপি

রাশিয়ার রাজধানী মস্কোতে গতকাল শনিবার দ্বিতীয় দিনের মতো রেকর্ডসংখ্যক করোনা রোগী শনাক্তের তথ্য জানানো হয়েছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ খবর দেওয়া হয়।

করোনার ডেলটা ভেরিয়েন্টের সংক্রমণে মস্কোতে রোগী বাড়ছে। মস্কোর হাসপাতালগুলো নতুন রোগীতে পরিপূর্ণ হয়ে উঠেছে। এ অবস্থায় মস্কোতে পরপর দুদিন রেকর্ডসংখ্যক করোনা রোগী শনাক্ত হলো।

মস্কোতে গতকাল ২৪ ঘণ্টায় রেকর্ড ৯ হাজার ১২০ করোনা রোগী শনাক্তের তথ্য জানানো হয়। তার আগের ২৪ ঘণ্টায় রেকর্ড ৯ হাজার ৫৬ রোগী শনাক্তের তথ্য জানানো হয়েছিল। এ ছাড়া মস্কোতে করোনায় ৭৬ জনের মৃত্যুর তথ্য জানানো হয় গতকাল।

দুই সপ্তাহ আগে মস্কোতে দৈনিক তিন হাজার করোনা রোগী শনাক্ত হচ্ছিলেন। সেই সময়ের তুলনায় এখন মস্কোতে দৈনিক তিন গুণ করোনা রোগী শনাক্ত হচ্ছেন।

মস্কোর মেয়র সার্গেই সবিয়ানিন বলেছেন, ভারতে প্রথম শনাক্ত করোনার ডেলটা ভেরিয়েন্টের কারণে মস্কোতে সংক্রমণ বেড়ে গেছে। মস্কোতে নতুন শনাক্তের ৯০ শতাংশই ডেলটা ভেরিয়েন্ট।

রাশিয়াজুড়ে ২৪ ঘণ্টায় ১৭ হাজার ৯০৬ জন শনাক্ত হওয়ার তথ্য জানানো হয় শনিবার। একই সময়ে দেশটিতে করোনায় মারা যান ৪৬৬ জন। গত ১৩ মার্চের পর করোনার সংক্রমণের সবচেয়ে বাজে পরিস্থিতি এদিন প্রত্যক্ষ করে রাশিয়া।

মস্কোর পর সেন্ট পিটার্সবার্গের করোনা পরিস্থিতি সবচেয়ে খারাপ। ইউরো ২০২০-এর ফুটবল ম্যাচ সামনে রেখে রাশিয়ায় সেন্ট পিটার্সবার্গে নতুন করে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউরোর ম্যাচ দেখতে শহরটিতে হাজারো ইউরোপিয়ান ফুটবল ভক্তের সমাগম ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

করোনা মহামারিতে বিশ্বের অন্যতম ক্ষতিগ্রস্ত দেশ রাশিয়া। ওয়ার্ল্ডোমিটারস শুরু থেকেই বিশ্বের বিভিন্ন দেশের করোনাবিষয়ক হালনাগাদ তথ্য দিয়ে আসছে। ওয়ার্ল্ডোমিটারসের সবশেষ তথ্য অনুযায়ী, রাশিয়ায় ৫২ লাখ ৯৯ হাজার ২১৫ জন করোনায় সংক্রমিত হয়েছেন। মারা গেছেন ১ লাখ ২৮ হাজার ৯১১ জন।