টিভি নেটওয়ার্ক টেলিমুন্ডকে দেওয়া সাক্ষাৎকারে সাখনিউক বলেন, ‘খুব দারুণ কিছু মানুষের সঙ্গে পরিচিত হতে পেরে আমি আনন্দিত। এসব মানুষই মেক্সিকোর তিজুয়ানা শহরে আমাদের বিয়ের ব্যাপারে সহযোগিতা করেছেন।’
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর মারিয়াচি ব্যান্ডের তালে তালে সাখনিউকের ২৭তম জন্মদিন উদ্যাপন করা হয়েছে। মেক্সিকোর ঐতিহ্যবাহী তাকুইজা পার্টিরও আয়োজন ছিল সেখানে।
তিজুয়ানা পৌর কাউন্সিলের এক বিবৃতিতে বলা হয়েছে, দুই সপ্তাহ আগে সাখনিউক ও বোবরোভস্কি শরণার্থী হয়ে যুক্তরাষ্ট্রে ঢোকার উদ্দেশ্যে মেক্সিকোতে পৌঁছান। তবে সাখনিউক যুক্তরাষ্ট্রে অভিবাসনের জন্য আবেদন করতে পারলেও বোবরোভস্কির সে সুযোগ নেই। কেবল যুদ্ধ থেকে পালিয়ে আসা ইউক্রেনীয় নাগরিকেরা যুক্তরাষ্ট্রে অভিবাসনের জন্য আবেদন করতে পারছেন।
তবে এখন সাখনিউক ও বোবরোভস্কি বিবাহিত। এ নবদম্পতির আশা, তাঁদের যুক্তরাষ্ট্রে যেতে দেওয়া হবে এবং নিউইয়র্কে তাঁরা পুনর্বাসিত হতে পারবেন।