যুদ্ধে নিহত মায়ের কাছে ৯ বছরের গালিয়ার হৃদয় ছোঁয়া চিঠি

গালিয়ার এই চিঠি টুইটারে পোস্ট করেছেন ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টা আন্তন গেরাশচেঙ্কো

ইউক্রেনের ছোট্ট মেয়ে গালিয়া (৯)। যুদ্ধে মাকে হারিয়েছে সে। ইউক্রেনে রুশ সেনাদের হামলায় নিহত হয়েছেন তার মা। মায়ের উদ্দেশে গালিয়া একটি চিঠি লিখেছে। তার লেখা সে চিঠিটি অনেকের হৃদয় ছুঁয়ে গেছে। খবর জিও নিউজের।

পৃথিবীর সবচেয়ে হৃদয়স্পর্শী শব্দ মা ডাক। মা যার নেই, সে উপলব্ধি করতে পারে মায়ের মর্মবেদনা। আর গালিয়ার চিঠিতে সেই মর্মবেদনাই ফুটে উঠেছে। গালিয়ার লেখা সেই চিঠিটির একটি ছবি টুইটারে পোস্ট করেছেন ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টা আন্তন গেরাশচেঙ্কো। তিনি টুইটারে গালিয়ার চিঠিটি ইংরেজিতে অনুবাদ করে লিখেছেন, মায়ের কাছে ৯ বছর বয়সী একটি মেয়ের চিঠি। তার মা বোরোডিয়াঙ্কায় মারা গেছেন রুশ সেনাদের হামলায়।

চিঠিতে গালিয়া লিখেছে, ‘মা! তুমি সারা বিশ্বের সেরা মা। আমি কখনো তোমাকে ভুলব না। আমি আশা করি তুমি স্বর্গে যাবে এবং সেখানে সুখী হবে। আমিও ভালো মানুষ হতে এবং স্বর্গে যাওয়ার জন্য আমার যথাসাধ্য চেষ্টা করব। স্বর্গে তোমার সঙ্গে দেখা হবে! গালিয়া।’

চিঠিটি পড়ে অনেকেই টুইটারে তাঁদের আবেগ প্রকাশ করেছেন। এক ব্যবহারকারী বলেছেন, ‘প্রত্যেক সন্তানের জন্য মা সবকিছু। আমি এ মুহূর্তে তার ব্যথা অনুভব করছি। মাকে হারানোর সময় সে কতটা কষ্ট অনুভব করেছিল, তা টের পাচ্ছি। তার মতো অনেক শিশু এ পরিস্থিতির মুখোমুখি হয়েছে। কেন দেশগুলো যুদ্ধ করে? তারা কি শান্তিতে থাকতে পারে না আর অন্যকেও শান্তিতে বাঁচতে দিতে চায় না?’

টুইটারে আরেক ব্যবহারকারী বলেছেন, পৃথিবী অনেক নিষ্ঠুর। মানবতা দূরে সরে গেছে। জমি দখল বা পরাশক্তি হওয়ার উচ্চাকাঙ্ক্ষা বিশ্বকে ধ্বংস করেছে। গালিয়ার চিঠি পড়ে আরেকজন বলেছেন, ‘খুবই হৃদয়বিদারক। একজন মানুষের ইচ্ছার জন্য কত পরিবার ও জীবন ধ্বংস হয়ে গেল।’