রাশিয়ার হয়ে যুদ্ধ করছে চেচেন বাহিনীও

রমজান কাদিরভ
ছবি: রয়টার্স

রাশিয়ার পক্ষে যুদ্ধ করতে ইউক্রেনে যোদ্ধা মোতায়েন করেছে রাশিয়ার চেচনিয়া অঞ্চলের বাহিনী। আজ শনিবার এক ভিডিও পোস্টে অঞ্চলটির নেতা রমজান কাদিরভ এই ঘোষণা দেন।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, রমজান কাদিরভ এক ভিডিওতে বলেছেন, চেচেন বাহিনী এখন পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতি ছাড়াই ইউক্রেনের একটি সামরিক স্থাপনা সফলভাবে দখল করেছে। রাশিয়ার দক্ষিণাঞ্চল চেচনিয়া রিপাবলিকের নেতা রমজান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র।

ইউক্রেনে হামলা চালানোর যৌক্তিকতা তুলে ধরে তিনি বলেন, ইউক্রেনে আক্রমণ করার পুতিনের সিদ্ধান্ত মস্কোর শত্রুদের প্রতিহত করবে। কারণ, মস্কোর বিরুদ্ধে হামলা চালাতে ওই দেশটিকে (ইউক্রেন) শত্রুরা ব্যবহার করতে চায়।

রমজানের নেতৃত্বাধীন চেচেন বাহিনীর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনসহ নানা কুখ্যাতির অভিযোগ রয়েছে।

ইউক্রেনে রাশিয়া সামরিক অভিযান শুরু করলে তা সারা বিশ্বে সমালোচনার জন্ম দিয়েছে। এর মধ্যে রাশিয়ার পক্ষে চেচেন বাহিনীর যুদ্ধ করার খবর এল। ইউক্রেনের পূর্বাঞ্চলের বিদ্রোহীরাও রাশিয়ার হয়ে ইউক্রেনের সেনাদের বিরুদ্ধে যুদ্ধ করছে।