সেনাঘাঁটিতে রাশিয়ার হামলা ঠেকানোর দাবি কিয়েভের

রুশ বিমান হামলায় ইউক্রেনের রাজধানী কিয়েভে বিধ্বস্ত একটি ভবন থেকে ধ্বংসাবশেষ সরাচ্ছেন উদ্ধারকর্মীরা
ছবি: এএফপি

ইউক্রেনের সেনাবাহিনী বলছে, রাজধানী কিয়েভে একটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে রাশিয়ার সেনাবাহিনী। তবে তারা সেটি প্রতিহত করেছে। খবর আল–জাজিরার।

ফেসবুক পোস্টে ইউক্রেনের সেনাবাহিনী এমন দাবি করেছে। দেশটির সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স বলছে, রুশ সেনাবাহিনী কিয়েভের একটি বিদ্যুৎ উৎপাদন স্টেশন দখলে নেওয়ার চেষ্টা করেছে।

ইউক্রেনের সেনাবাহিনী বলছে, ওডেসা বন্দরের কাছে বাণিজ্যিক দুটি জাহাজে রাশিয়া ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

কৃষ্ণসাগরে ওডেসা বন্দরের কাছে রুশ যুদ্ধজাহাজ থেকে পূর্ব ইউরোপের দেশ মলদোভানের পতাকাসংবলিত একটি রাসায়নিক ট্যাংকারে গোলা নিক্ষেপ করা হয়েছে। বন্দরের কাছে খাদ্যশস্যবাহী পানামার পতাকাসংবলিত আরেকটি কার্গো জাহাজেও রুশ যুদ্ধজাহাজ থেকে গোলা নিক্ষেপ করা হয়।

রাশিয়া হামলা শুরুর পর থেকে তিনটি বেসামরিক জাহাজে হামলা চালানো হলো। স্থানীয় সময় গত বৃহস্পতিবার তুরস্কের মালিকানাধীন ইয়াসা জুপিটার কার্গো জাহাজ ওডেসা বন্দর থেকে সরে গেছে।

আরও পড়ুন
আরও পড়ুন