অজানা এক বন্য প্রাণী নিয়ে বার্লিনের উপকণ্ঠে উৎকণ্ঠা–সতর্কতা

জার্মানির ক্লাইনমাখোভ এলাকায় একটি বন্য প্রাণীর সন্ধান করছে পুলিশ। ধারণা করা হচ্ছে সেটি একটি সিংহী
ছবি: রয়টার্স

জার্মানির রাজধানী বার্লিন ও সংলগ্ন ব্র্যান্ডেনবার্গ প্রদেশের অনেক বাসিন্দার বৃহস্পতিবার ভোররাতে ঘুম ভেঙেছে একটি সতর্কবার্তায়। এ সতর্কবার্তা একটি বন্য প্রাণী নিয়ে। বার্লিনের দক্ষিণে ক্লাইনমাখোভ এলাকায় ওই প্রাণীটি দেখতে পাওয়ার কথা জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। পুলিশের ধারণা, সেটি একটি সিংহী।

ক্লাইনমাখোভ বার্লিনের কেন্দ্র থেকে ২৬ কিলোমিটার দক্ষিণে। এই অঞ্চলের আকাশে পুলিশের হেলিকপ্টার চক্কর দিতে দেখা গেছে। পাহারায় রয়েছে পুলিশের গাড়িও। এ ছাড়া সন্দেহভাজন সিংহীটির অবস্থান শনাক্তে প্রযুক্তিগত নানা সরঞ্জাম নিয়ে মাঠে নেমেছে বার্লিন পুলিশের একটি ইউনিট। তবে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত প্রাণীটির সন্ধান পাওয়া যায়নি।

এ ছাড়া ক্লাইনমাখোভের আশপাশের গ্রামের বাসিন্দাদের বাড়ি ফিরে যেতে এবং দরজা-জানালা বন্ধ রাখতে বলা হয়েছে। ডে কেয়ার সেন্টার ও কিন্ডারগার্টেন থেকে শিশুদের পুলিশের গাড়িতে করে বাড়িতে পৌঁছে দেওয়া হচ্ছে। স্নানকেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়েছে। বার্লিনের একটি পর্যটক দলের ক্লাইনমাখোভ এলাকায় ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে পুলিশ।

এর আগে গতকাল বুধবার সকালে ক্লাইনমাখোভ এলাকার শিল্পকারখানার কাছে খয়েরি রঙের একটি প্রাণী দেখতে পাওয়া যায়। বিষয়টি পুলিশকে জানানো হলেও তারা তা আমলে নেয়নি। পরে বিকেলে এক কিশোর পুলিশকে জানায়, সে একটি মাঠের প্রান্তে একটি সিংহী দেখেছে। তারপরই সতর্ক অবস্থানে যায় পুলিশ।

এ বিষয়ে পুলিশ কর্মকর্তা ম্যাথিয়াস ডান্সার জার্মান সংবাদমাধ্যম ডের জাইটকে বলেন, ঘটনাটি জানার পরই পুলিশের ৬০ জন সদস্য ঘটনাস্থলে যান। ওই এলাকার স্বেচ্ছাসেবক অগ্নিনির্বাপণ বাহিনীকে বিষয়টি জানানো হয়েছে। এ ছাড়া পুলিশের গাড়ি থেকে লাউড স্পিকারের মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের সতর্ক করা হচ্ছে।

পুলিশের এই কমকর্তা বলেন, আশপাশের চিড়িয়াখানায় নিখোঁজ প্রাণী সম্পর্কে জিজ্ঞাসা করা হচ্ছে। তবে কেউ কোনো প্রাণী বা সিংহী হারিয়ে যাওয়ার বিষয় নিশ্চিত করেনি। এদিকে সন্দেহভাজন ওই সিংহ কোনো সার্কাস দলের কি না, তা নিয়েও পুলিশের সন্দেহ রয়েছে। ওই অঞ্চলে হুমবের্টো নামের একটি সার্কাস দল তাঁবু ফেলেছে। তবে তারা কোনো প্রাণী হারিয়ে যাওয়ার কথা জানায়নি।

এদিকে দুই পুলিশ কর্মকর্তাও ওই প্রাণী দেখেছেন বলে জানিয়েছে ব্র্যান্ডেনবার্গ পুলিশের একজন মুখপাত্র। দুপুরে এক সংবাদ সম্মেলন করে তিনি বলেন, পুলিশের ৩০টি গাড়ি এ মুহূর্তে এই অঞ্চলে অবস্থান করছে। একটি বিশেষ দল সাঁজোয়া যান নিয়ে জঙ্গলের ভেতরে প্রাণীটির অবস্থান শনাক্তের চেষ্টা করছে। আর বার্লিনের স্টেগ্লিৎজ–জেহেলেনডর্ফের সিটি কাউন্সিলর আরবান আইকাল জানিয়েছেন, এই এলাকার ভেটেরিনারি কার্যালয়ের প্রধান ও একজন কর্মচারী সকাল থেকে পুলিশের সঙ্গে কাজ করছেন।

ক্লাইনমাখোভের দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ওলাফ শুলজে বলেছেন, ‘এই অঞ্চল বেশ বড়। এর রয়েছে বিস্তীর্ণ বন, ভুট্টার খেত, তৃণভূমি ও কৃষি খেত। কাছাকাছি রয়েছে বার্লিন-ড্রেসডেন মহাসড়ক। তাই পুরো অঞ্চল ঘেরাও করে রাখা কঠিন। এখনও পর্যন্ত প্রাণীটির সঠিক অবস্থান শনাক্ত করা যায়নি। শনাক্ত হলে আমরা প্রাণীটিকে ঘিরে ফেলতে চাই, যাতে এটি এলাকা ছেড়ে যেতে না পারে।’