ইউক্রেনীয় প্রতিরোধ হামলা রুখে দেওয়ার নির্দেশ রাশিয়ার

ইউক্রেনের খারকিভ অঞ্চলে বিধ্বস্ত বাড়ির সামনে দাঁড়িয়ে কাঁদছেন এক নারী।
ছবি : রয়টার্স

রাশিয়া–নিয়ন্ত্রিত বিভিন্ন এলাকায় রকেট হামলা বাড়িয়েছে ইউক্রেনের বাহিনী। এদিকে রুশ প্রতিরক্ষামন্ত্রী শোইগু রুশ–নিয়ন্ত্রিত এলাকায় হামলা প্রতিরোধে অভিযান আরও জোরদার করার নির্দেশ দিয়েছেন। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অভিযোগ, কিয়েভ সরকার দনবাস ও অন্যান্য এলাকার বেসামরিক অবকাঠামো ও বাসিন্দাদের ওপর ব্যাপক রকেট ও গোলা হামলা চালাচ্ছে। খবর আল–জাজিরার

আঞ্চলিক গভর্নর ভ্যালেন্টিন রেজনিচেঙ্কো বলেছেন, মধ্য ইউক্রেনের শহর দানিপ্রোতে রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ৩ জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। দানিপ্রোর একটি শিল্পকারখানা ও ব্যস্ত রাস্তায় আঘাত হানে রুশ ক্ষেপণাস্ত্র। ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে। ইউক্রেনের সেনারা ছয়টি ক্ষেপণাস্ত্রের মধ্যে চারটি ধ্বংস করতে সক্ষম হন। এদিকে দক্ষিণ ইউক্রেনের নিকোপোল শহরে রুশ সেনাদের গোলাবর্ষণে দুজন নিহত হয়েছেন। এ ছাড়া দানিপ্রোপেত্রভক্স শহরেও রুশ বাহিনীর হামলায় ক্ষয়ক্ষতির কথা বলেছেন আঞ্চলিক গভর্নর।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, দানিপ্রোতে রুশ সশস্ত্র বাহিনী একটি কারখানা ধ্বংস করেছে, যেখানে ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের যন্ত্রাংশ তৈরি হচ্ছিল। রুশ বাহিনী ইউক্রেনের তিনটি বিমান ও দুটি হেলিকপ্টারও গুলি করে ভূপাতিত করার দাবি করেছে।

কিয়েভের পারমাণবিক সংস্থার একজন কর্মকর্তার মতে, রাশিয়া মিসাইল সিস্টেমসহ অস্ত্র রাখতে ঘাঁটি হিসেবে ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ব্যবহার করছে। জাপোরিঝিয়া পারমাণবিক কেন্দ্রের পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক।

রুশ সংবাদ সংস্থা তাস জানায়, তুরস্কে ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার শস্যরপ্তানি নিয়ে আলোচনা দুই দেশের শান্তি আলোচনায় গড়াবে না বলে মন্তব্য করেছেন রাশিয়ার একজন সংসদ সদস্য। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেন, যুক্তরাষ্ট্র মনে করছে, ইরানের কাছ থেকে ড্রোন কিনতে রাশিয়ান কর্মকর্তারা সম্প্রতি ইরানের একটি বিমানঘাঁটি পরিদর্শন করেছেন।

এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশটির মহাকাশ সংস্থায় রদবদলের নির্দেশ দিয়েছেন। রসকমসের প্রধান হিসেবে দিমিত্রি রোগোজিনকে সরিয়ে সাবেক উপপ্রধানমন্ত্রী ইউরি বরিসভকে নিয়োগ দিয়েছেন তিনি। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যৌথ ফ্লাইট ও নভোচারী পাঠাতে নাসার সঙ্গে সম্প্রতি একটি চুক্তি করেছিলেন রোগোজিন।