আলবেনিয়ার সাবেক প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীকে গৃহবন্দী করার নির্দেশ

আলবেনিয়ার সাবেক প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী সালি বেরিশাছবি: রয়টার্স

আলবেনিয়ার সাবেক প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী সালি বেরিশাকে গৃহবন্দী করার নির্দেশ দিয়েছেন দেশটির একটি আদালত। দায়িত্বে থাকাকালে তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে করা মামলার তদন্ত হয়। এরপর এই রায় দেন আদালত।

কৌঁসুলিদের অভিযোগ, ২০০৫ ও ২০০৯ সালের মাঝামাঝি সময়ে ক্ষমতায় থাকাকালে বেরিশা তাঁর মেয়ের স্বামীর নামে রাষ্ট্রীয় জমির বেসরকারীকরণ করেছিলেন। তবে এমন অভিযোগ অস্বীকার করেছেন বেরিশা।

৭৯ বছরের বেরিশা আলবেনিয়ার অন্যতম বড় বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির প্রধান।

আদালতের সিদ্ধান্তের পর বেরিশার আইনজীবী জেনস গোজাকুতাজ বলেছেন, আদালত রাষ্ট্রপক্ষের আবেদন গ্রহণ করেছেন। এরপর বেরিশাকে গৃহবন্দী করার নির্দেশ দিয়েছেন। তবে তিনি দেশ ছাড়তে পারবেন না। বেরিশা এ রায়ের বিরুদ্ধে আপিল করবেন।

বেরিশা অভিযোগ করেছেন, বিরোধী মত দমনের জন্য আলবেনিয়ার প্রধানমন্ত্রী ইডি রামা রাজনৈতিক ষড়যন্ত্র করেছেন।

আদালতের রায়ের পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক বার্তায় বেরিশা বলেন, গৃহবন্দী হলেও পুলিশ থাকলে বা না থাকলেও কেউ তাঁকে সমর্থকদের থেকে আলাদা করতে পারবে না।

বেরিশা ১৯৯২ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত আলবেনিয়ার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

২০২১ সালে বেরিশা ও তাঁর পরিবারের প্রবেশে নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করেছে, প্রধানমন্ত্রী থাকাকালে ক্ষমতার অপব্যবহার করে আত্মীয়স্বজন ও রাজনৈতিক মিত্রদের সুবিধা দিয়েছেন বেরিশা। তবে তিনি এসব অভিযোগ অস্বীকার করেছেন।