ইউক্রেনে দুটি হেলিকপ্টার বিধ্বস্ত, সামরিক বাহিনীর ৬ জন নিহত

এমআই-৮ হেলিকপ্টার নিয়ে সামরিক মহড়ায় ইউক্রেনের সেনারা। ছবিটি ২০১৫ সালের
রয়টার্স

অভিযানে গিয়ে ইউক্রেনের দুটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে দেশটির সামরিক বাহিনীর ছয় সদস্য নিহত হয়েছেন। গতকাল বুধবার ইউক্রেনের সামরিক বাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

সামাজিক যোগযোগমাধ্যম টেলিগ্রামে পোস্ট করা বিবৃতিতে বলা হয়েছে, রুশনিয়ন্ত্রিত পূর্বাঞ্চলীয় শহর বাখমুতে গত মঙ্গলবার অভিযানে অংশ নিয়েছিল ইউক্রেনের সেনাবাহিনীর দুটি এমআই-৮ হেলিকপ্টার। পরে বিধ্বস্ত হয়ে হেলিকপ্টারে থাকা ছয়জনের সবাই নিহত হন।

তবে হেলিকপ্টার দুটি কী কারণে বিধ্বস্ত হয়েছে, সে বিষয়ে বিবৃতিতে কিছু জানানো হয়নি।

সংবাদমাধ্যম ইউক্রেনস্কা প্রাভদার প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বাখমুতের পাশে ক্রামাতোর্স্কের কাছে হেলিকপ্টার দুটি ‘পুরোপুরি ধ্বংস’ হয়ে গেছে। ধ্বংসস্তূপ থেকে ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়।

ইউক্রেনের বিমানবাহিনীর মুখপাত্র ইয়েভেন রাকিতা জানিয়েছেন, নিহত ব্যক্তিরা সবাই সামরিক কর্মকর্তা ছিলেন, তবে নিরাপত্তার স্বার্থে তাঁদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।