ফ্রাঙ্কফুর্টে রমজান উপলক্ষে আলোকসজ্জা

জার্মানিতে প্রথমবারের মতো পবিত্র রমজান মাস উপলক্ষে আলোকসজ্জা করা হয়েছে।ছবি: সংগৃহীত

জার্মানিতে প্রথমবারের মতো পবিত্র রমজান মাস উপলক্ষে আলোকসজ্জা করা হয়েছে। বাণিজ্যিক শহর ফ্রাঙ্কফুর্টের কেন্দ্রস্থল গত রোববার সন্ধ্যা থেকে অর্ধচন্দ্রাকার তারা, নানা ধরনের লন্ঠন ও শুভ রমজান লেখা সজ্জায় আলোকিত হয়েছে।

বড়দিনের উৎসবে জার্মানির ছোট বড় শহরে আলোকসজ্জার বিষয়টি নতুন নয়। তবে এই প্রথম জার্মানিতে পবিত্র রমজান মাস উপলক্ষে আলোকসজ্জা করা হয়েছে।

মধ্য জার্মানির ফ্রাঙ্কফুর্ট শহরটিতে নানা ধর্মের অভিবাসীদের বসবাস। শহরটিতে এক থেকে দেড় লাখ মুসলমান বসবাস করেন। তারা এখানকার মোট জনসংখ্যার প্রায় ১৫ শতাংশ। শহর কর্তৃপক্ষের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন তারা।

ফ্রাঙ্কফুর্টে সিটি কাউন্সিলের নেতা হিলিমে আরসলানার জানিয়েছেন, ‘রমজান মাসে মুসলমানদের জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো প্রতিফলিত হয়। পরিবার, বন্ধুবান্ধব, প্রতিবেশী ও নানা সম্প্রদায়ের সঙ্গে সম্প্রীতি ও সহাবস্থানের বিষয়টি শেখায়। যেমনটি অন্যান্য ধর্মেও শেখানো হয়েছে। আমি সন্তুষ্ট যে রমজান মাসে আমাদের এই শহরে আলোকসজ্জার মধ্য দিয়ে শান্তি ও সহাবস্থানের বার্তা ছড়াতে পারছি।’

পবিত্র রমজান উপলক্ষে সাজসজ্জার কাজ চলছে
ছবি: সংগৃহীত

সিটি কাউন্সিলের মেয়র নার্গেস এসকান্দারি-গ্রুনবার্গ বলেছেন, ‘আমাদের এই উদ্যোগ ফ্রাঙ্কফুর্টে বসবাসরত সব মানুষের জন্য শান্তিপূর্ণ সহাবস্থানের। এই আলোকসজ্জা ঐক্যের আলো, বৈষম্যের বিরুদ্ধে, মুসলিম বিরোধী ও বর্ণবাদের বিরুদ্ধে।’

ফ্রাঙ্কফুর্ট শহরের কেন্দ্রস্থলে অবস্থিত গ্রোসে বোকেনহাইমার সড়ক যা ফ্রেসগাস নামে পরিচিত। শহরের রাস্তায় সন্ধ্যার পরে এই আলোকসজ্জা দেখতে ভিড় করছেন মানুষ। তারা দলবেধে ছবিও তুলেছেন। পুরো রমজান মাসজুড়ে আলোকসজ্জা থাকবে।