ক্রিমিয়ায় অভিযান চালালে দুই লাখ ইউক্রেনীয় সেনা নিহত হতে পারেন: জেলেনস্কির সাবেক উপদেষ্টা
ক্রিমিয়া আক্রমণের মূল্য কিয়েভের জন্য খুবই চড়া হবে। ক্রিমিয়া আক্রমণ করলে দুই লাখ ইউক্রেনীয় সেনা নিহত হতে পারেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাবেক উপদেষ্টা অ্যালেক্সি আরেস্তোভিচ এসব কথা বলেছেন।
আরেস্তোভিচ গত সপ্তাহে রাশিয়ার এক সাংবাদিকের সঙ্গে আলাপে বলেন, কিয়েভ যদি ক্রিমিয়ায় অভিযান চালায়, তাহলে লাখো মানুষ হতাহত হতে পারে।
পূর্ব ইউক্রেনের ক্রিমিয়া অঞ্চল ২০১৪ সালে দখল করে নেয় রাশিয়া। সামরিক উপায়ে ক্রিমিয়া উপদ্বীপ কিয়েভের পুনর্দখলে নেওয়ার কিছুটা সম্ভাবনা আছে উল্লেখ করে ইউক্রেনের প্রেসিডেন্টের সাবেক এই উপদেষ্টা বলেন, কিন্তু তার মূল্য কী হবে? দুই লাখ প্রাপ্তবয়স্ক পুরুষের জীবননাশ?
এই কথা দিয়ে ক্রিমিয়া অভিযানে ইউক্রেন কতসংখ্যক সেনা হারাতে পারে, সে বিষয়টির প্রতি ইঙ্গিত করেন আরেস্তোভিচ। এই প্রক্রিয়ায় ইউক্রেনের অর্থনীতিও ‘পুরোপুরি ধ্বংস’ হতে পারে বলে সতর্ক করেন তিনি।
ইউক্রেনের প্রেসিডেন্টের সাবেক এই উপদেষ্টা স্বীকার করেন, রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধে কিয়েভ ইতিমধ্যে তার পশ্চিমা সমর্থকদের ওপর পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়েছে।
আরেস্তোভিচ বলেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা যদি কিয়েভকে অস্ত্র সরবরাহ বন্ধ করে দেয়, তাহলে রাশিয়ার দখলে যাওয়া অঞ্চলগুলো ফিরিয়ে নিতে ব্যর্থ হবে ইউক্রেন। শুধু তা-ই নয়, সে ক্ষেত্রে যুদ্ধে ইউক্রেনকে তার বর্তমান অবস্থান ধরে রাখার জন্য হিমশিমও খেতে হবে।
ওয়াশিংটন ও তার মিত্ররা এই যুদ্ধে নিজেদের স্বার্থ দেখছে বলে প্রকাশ্যে অভিযোগ করেন ইউক্রেনের প্রেসিডেন্টের সাবেক এই উপদেষ্টা।