যুক্তরাজ্যের কনজারভেটিভ পার্টির নেতৃত্বের দৌড়ের চূড়ান্ত পর্বে কেমি ও রবার্ট
যুক্তরাজ্যে সম্প্রতি ক্ষমতা হারানো কনজারভেটিভ পার্টির নেতৃত্বের দৌড়ের চূড়ান্ত পর্যায়ে উপনীত হয়েছেন কেমি ব্যাডেনোচ ও রবার্ট জেনরিক।
সদ্য সাবেক প্রধানমন্ত্রী ঋষি সুনাকের মন্ত্রিসভার সদস্য ছিলেন কেমি। এ ছাড়া তিনি বর্তমান ছায়া আবাসনমন্ত্রী। অন্যদিকে রবার্টও সুনাকের মন্ত্রিসভার সদস্য ছিলেন।
কনজারভেটিভ পার্টির নেতৃত্ব নির্বাচনে গতকাল বৃহস্পতিবার চতুর্থ পর্বের ভোট হয়। দলটির ১২১ সংসদ সদস্য (এমপি) ভোট দেন। ৪২ ভোট পেয়ে কেমি ও ৪১ ভোট পেয়ে রবার্ট নেতৃত্বের লড়াইয়ের চূড়ান্ত পর্বে চলে যান।
আর ৩৭ ভোট পেয়ে লড়াই থেকে বাদ পড়েন জেমস ক্লেভারলি। তিনি যুক্তরাজ্যের প্রথম কৃষ্ণাঙ্গ পররাষ্ট্রমন্ত্রী ছিলেন।
১৫ থেকে ৩১ অক্টোবরের মধ্যে দলের সদস্যরা সরাসরি ব্যালট ও অনলাইনে ভোটের মাধ্যমে কনজারভেটিভ পার্টির ভবিষ্যৎ নেতা চূড়ান্ত করবেন।
২ নভেম্বর আসবে আনুষ্ঠানিক ঘোষণা। সেদিনই জানা যাবে, কেমি নাকি রবার্ট—কে ধরছেন ভেঙে পড়া কনজারভেটিভ পার্টির হাল।
গত ৪ জুলাই যুক্তরাজ্যের সাধারণ নির্বাচন হয়। নির্বাচনে নিজেদের ইতিহাসের সবচেয়ে বাজে ফল করে তৎকালীন ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি।
পরদিন ৫ জুলাই সাবেক প্রধানমন্ত্রী সুনাক দলীয় প্রধানের পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন। তবে পরবর্তী নেতৃত্ব নির্বাচনের আগপর্যন্ত তিনি দায়িত্ব চালিয়ে যাচ্ছেন।
গত ২৪ জুলাই থেকে কনজারভেটিভ পার্টির নতুন নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়, যা শেষ হবে আগামী ২ নভেম্বর।
দলীয় নেতা হতে আগ্রহীদের মনোনয়নপত্র জমার সময়সীমা ছিল ২৪ থেকে ২৯ জুলাই। এই সময়সীমার মধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ছয় টোরি নেতা। তাঁরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ভারতীয় বংশোদ্ভূত প্রীতি প্যাটেল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি, সাবেক নিরাপত্তামন্ত্রী টম টুগেনধাত, মন্ত্রিসভার সাবেক সদস্য রবার্ট জেনেরিক, কর্ম ও পেনশনবিষয়ক বর্তমান ছায়ামন্ত্রী মেল স্ট্রাইড ও বর্তমান ছায়া আবাসনমন্ত্রী কেমি ব্যাডেনোচ। নেতৃত্বের দৌড়ে প্রথম পর্বেই বাদ পড়েন প্রীতি। পরবর্তী সময়ে একে একে বাদ পড়েন মেল, টম ও জেমস।