ইউক্রেনের দুটি ড্রোন ধ্বংস করার দাবি রাশিয়ার

গত জুনে মস্কোর বিরুদ্ধে ইউক্রেন পাল্টা অভিযান শুরু করার পর গত কয়েক মাসে রাশিয়ায় বেশ কিছু ড্রোন হামলা হয়েছে
ছবি: এএফপি ফাইল ছবি

বেলগোরোদ অঞ্চলে সীমান্তের কাছে দুটি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করার দাবি করেছে রাশিয়া। সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক পোস্টে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ দাবি করেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

গতকাল রোববার দিবাগত মধ্যরাতে এ ঘটনা ঘটেছে।

টেলিগ্রাম পোস্টে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বেলগোরোদ অঞ্চলের ওপর দিয়ে ওড়ার সময় আকাশ প্রতিরক্ষা বাহিনী দুটি চালকবিহীন বিমান ধ্বংস করেছে।

বেলগোরোদের আঞ্চলিক গভর্নর ভিয়াচেসলাভ গ্লাদকভ বলেন, ড্রোনগুলো ইয়াকোভলেভস্কি এলাকায় ভূপাতিত করা হয়েছে। এ এলাকাটির অবস্থান বেলগোরোদ অঞ্চলের উত্তর-পশ্চিম দিকে।

এক টেলিগ্রাম পোস্টে গ্লাদকভ লিখেছেন, ‘এ ঘটনায় কোনো প্রাণহানি হয়নি। একটি বেসরকারি আবাসিক ভবনের কাছের রাস্তায় একটি ড্রোনের ভাঙা অংশ পড়ে থাকতে দেখা গেছে। ঘটনাস্থলে জরুরি সেবার কর্মীরা নিযুক্ত আছেন।’  

আরও পড়ুন

গত জুনে মস্কোর বিরুদ্ধে ইউক্রেন পাল্টা অভিযান শুরু করার পর গত কয়েক মাসে রাশিয়ায় বেশ কিছু ড্রোন হামলা হয়েছে। এতে মস্কোসহ বিভিন্ন জায়গায় ভবন ক্ষতিগ্রস্ত হতে দেখা গেছে।