ফ্রান্সে সরকারি স্কুলে বোরকা পরতে পারবে না মুসলিম শিক্ষার্থীরা

আইফেল টাওয়ারের সামনে বোরকা পরা এক নারী সঙ্গীর সঙ্গে হেঁটে যাচ্ছেন। ফ্রান্সের রাজধানী প্যারিসে
ফাইল ছবি: রয়টার্স

ফ্রান্সে নতুন শিক্ষাবর্ষ শুরু হতে যাচ্ছে। এর আগেই দেশটির সরকারি বিদ্যালয়গুলোয় মুসলিম মেয়েশিক্ষার্থীদের জন্য নতুন একটি নিয়ম চালু হতে যাচ্ছে। এর আওতায় মেয়েশিক্ষার্থীরা সরকারি বিদ্যালয়ে বোরকা পরে যেতে পারবে না। ফ্রান্সের শিক্ষামন্ত্রী গ্যাব্রিয়েল আত্তাল গতকাল রোববার এ কথা বলেন।

বিবিসির খবরে জানানো হয়, আগামী ৪ সেপ্টেম্বর থেকে এই নতুন নিয়ম চালু হবে। ফ্রান্সের সরকারি বিদ্যালয় ও সরকারি ভবনে যেকোনো ধরনের ধর্মীয় চিহ্নের ব্যবহার নিষিদ্ধ। এ জন্য উনিশ শতক থেকে কঠোর আইন করে রেখেছে দেশটি।

এখন এই আইনের আলোকে নতুন গাইডলাইন হালনাগাদ করতে চাইছে ফরাসি সরকার।

এ বিষয়ে একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে ফরাসি শিক্ষামন্ত্রী গ্যাব্রিয়েল বলেন, সরকারি বিদ্যালয়গুলোয় শিক্ষার্থীদের বোরকা পরার অনুমতি দেওয়া হবে না বলে ঠিক করা হয়েছে। কেননা, শ্রেণিকক্ষে পোশাক দেখে কারও ধর্মবিশ্বাস বুঝতে পারা উচিত নয়।

এর আগে ২০০৪ সালে ফ্রান্সে বিদ্যালয়ে শিক্ষার্থীদের স্কার্ফ পরার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। এরপর ২০১০ সালে জনসমক্ষে পুরো মুখ ঢেকে নেকাব পরা নিষিদ্ধ করা হয়। এসব নিয়ম দেশটিতে বসবাস করা মুসলিম সম্প্রদায়ের প্রায় ৫০ লাখ মানুষকে ক্ষুব্ধ করেছিল।