জেলেনস্কি ও ট্রাম্প সৌদি যাবেন, কারণ কী

ভলোদিমির জেলেনস্কি ও ডোনাল্ড ট্রাম্পফাইল ছবি: রয়টার্স

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আগামী সোমবার সৌদি আরব সফরে যাবেন। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও জানিয়েছেন, তিনি সৌদি আরব সফর করবেন। আগামী মাসে সফরটি হতে পারে।

জেলেনস্কি ও ট্রাম্প গতকাল বৃহস্পতিবার পৃথকভাবে এ তথ্য জানিয়েছেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট গতকাল বলেন, সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করার জন্য তিনি আগামী সোমবার দেশটিতে।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে ইউক্রেনীয় কর্মকর্তাদের আলোচনার আগে জেলেনস্কি সৌদি সফরে যাচ্ছেন।

আরও পড়ুন

ম্যাসেজিং অ্যাপ টেলিগ্রামে জেলেনস্কি লিখেছেন, ‘যুবরাজের সঙ্গে দেখা করার জন্য আগামী সপ্তাহে, সোমবার আমার সৌদি আরব সফরের পরিকল্পনা রয়েছে।’

জেলেনস্কি আরও লিখেছেন, এরপর তাঁর সফর দলের সদস্যরা যুক্তরাষ্ট্রের অংশীদারদের সঙ্গে কাজ করার জন্য সৌদি আরবে থেকে যাবেন। শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে সবচেয়ে বেশি আগ্রহী ইউক্রেন।

তিন বছর ধরে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলছে। এ যুদ্ধের অবসান ঘটাতে তৎপর হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ বলেছেন, যুদ্ধ অবসানে একটি শান্তি চুক্তির কাঠামো নিয়ে তিনি ইউক্রেনের সঙ্গে আলোচনা করছেন। আগামী সপ্তাহে সৌদি আরবে ইউক্রেনীয় কর্মকর্তাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের একটি বৈঠকের পরিকল্পনা করা হয়েছে।

আরও পড়ুন

গতকাল হোয়াইট হাউসের ওভাল অফিসে ট্রাম্প সাংবাদিকদের বলেন, দ্বিতীয় দফায় মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর তিনি তাঁর প্রথম বিদেশ সফরে সৌদি আরবে যেতে পারেন। আগামী মাসের মাঝামাঝি সফরটি হতে পারে। এ সফরের মূল উদ্দেশ্য হবে যুক্তরাষ্ট্রে সৌদির এক ট্রিলিয়ন ডলারের বেশি বিনিয়োগসংক্রান্ত একটি চুক্তি করা।

প্রথম দফায় মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নিয়ে ট্রাম্প ২০১৭ সালে তাঁর প্রথম বিদেশ সফরে সৌদি আরবে গিয়েছিলেন। তাঁর এ সফরে যুক্তরাষ্ট্রে সৌদি আরবের ৩৫০ বিলিয়ন ডলারের বিনিয়োগের ঘোষণা দেওয়া হয়েছিল। এ কথাও গতকাল উল্লেখ করেন ট্রাম্প।

আরও পড়ুন