মাটি খুঁড়ে মিলল হাজার বছরের পুরোনো সোনার গয়না-মুদ্রা

নেদারল্যান্ডসের উত্তরাঞ্চলীয় ছোট শহর হুগউডে সন্ধান পাওয়া প্রাচীন নিদর্শনছবি: রয়টার্স

লরেনজো রুইজটারের বয়স ২৭ বছর। বাড়ি নেদারল্যান্ডসে। বয়স যখন ১০ বছর তখন থেকে গুপ্তধনের সন্ধান করছেন লরেনজো। ২০২১ সালে দেশটির উত্তরাঞ্চলীয় ছোট শহর হুগউডে মাটি খুঁড়ে প্রাচীন গুপ্তধনের সন্ধান পেয়েছেন তিনি।

ডাচ্‌ ন্যাশনাল মিউজিয়াম অ্যান্টিকুইটিজ গতকাল বৃহস্পতিবার জানিয়েছে, ডাচ্‌ ইতিহাসবিদ লরেনজোর খুঁজে পাওয়া মধ্যযুগীয় এসব নিদর্শন হাজার বছরের বেশি পুরোনো।

প্রাচীন নিদর্শনগুলোর মধ্যে রয়েছে—৪টি সোনার কানের দুল, ২টি সোনার পাতা ও ৩৯টি রুপার মুদ্রা।

সংবাদমাধ্যমকে লরেনজো বলেন, ‘এমন মূল্যবান জিনিস আবিষ্কার করাটা আমার কাছে বিশেষ ঘটনা। আমি এটা ভাষায় প্রকাশ করতে পারব না। আমি কখনোই আশা করিনি, এমন কিছু খুঁজে পাব।’ প্রায় দুই বছর ধরে এ রকম একটি ঘটনা গোপন রাখা অনেক কঠিন ছিল বলেও জানান লরেনজো।

লরেনজোর আবিষ্কার করা নিদর্শনগুলো এত দিন ধরে পরীক্ষা-নিরীক্ষা করেছে ডাচ্‌ ন্যাশনাল মিউজিয়াম অ্যান্টিকুইটিজ কর্তৃপক্ষ। এরপর জাদুঘর কর্তৃপক্ষ জানিয়েছে, মাটি খুঁড়ে সন্ধান পাওয়া মুদ্রাগুলোর মধ্যে যেটি সবচেয়ে কম পুরোনো, সেটিও প্রায় ১ হাজার ২৫০ বছর আগের।

এ ছাড়া সন্ধান পাওয়া অলংকারগুলো ওই সময়ই দুই শতকের পুরোনো ছিল বলে জানিয়েছে জাদুঘর কর্তৃপক্ষ। মধ্যযুগের দামি এসব অলংকার নেদারল্যান্ডসে খুঁজে পাওয়া অত্যন্ত বিরল ঘটনা।

১৩ শতকের মাঝামাঝি সময় ওয়েস্ট ফ্রাইসল্যান্ড ও হল্যান্ডের মধ্যে একটি যুদ্ধ হয়েছিল। হুগউড ছিল ওই যুদ্ধের মূল কেন্দ্র। ইতিহাসবিদদের ধারণা, ওই যুদ্ধের সময় কেউ হয়তো এসব মূল্যবান জিনিস রক্ষা করার জন্য মাটির নিচে পুঁতে রেখেছিলেন।

পরবর্তী সময় শতকের পর শতক ধরে তা সেভাবেই রয়ে গিয়েছিল। এখন ডাচ্‌ ন্যাশনাল মিউজিয়াম অ্যান্টিকুইটিজে এসব প্রাচীন নিদর্শন প্রদর্শন করা হবে।