ইউক্রেনের খারকিভে রুশ হামলা, নিহত ৬

খারকিভের একটি ভবনে রুশ বাহিনীর হামলায় কমপক্ষে ছয়জন নিহত হয়েছেন
ছবি: রয়টার্স

ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের একটি ভবনে রুশ বাহিনীর হামলায় কমপক্ষে ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১৬ জন আহত হয়েছেন। ওই অঞ্চলের গভর্নরের বরাত দিয়ে এ তথ্য জানায় কাতারভিত্তিক গণমাধ্যম আল–জাজিরা।

হামলার পরে এর তীব্র নিন্দা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। হামলাকে তিনি ‘ঘৃণ্য ও নিষ্ঠুর’ হিসেবে অভিহিত করেছেন। গতকাল বুধবার রাতে রুশ বাহিনীর হামলায় ওই ফ্ল্যাটের একটি অংশ সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে বলে উল্লেখ করেন জেলেনস্কি।

খারকিভের মেয়র ইগর তেরেখভ টেলিগ্রামে বলেন, রুশ অভিযানের ফলে উত্তর-পূর্ব শহরের ভবনে আগুন লেগে যায়। ন্যাটোর সদস্য হতে চায় ইউক্রেন। আর এতে ন্যাটো বাহিনীর উপস্থিতি বাড়বে দেশটিতে। ন্যাটো বাহিনীর উপস্থিতির কারণে প্রতিবেশী দেশ হিসেবে রাশিয়ার নিরাপত্তা হুমকিতে পড়তে পারে অভিযোগে এ বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা চালায় দেশটি।

এ যুদ্ধের প্রথম দিকে খারকিভ রাশিয়ার হামলার লক্ষ্যবস্তু ছিল। কিন্তু রুশ সেনারা শহরটি এখনো দখল নিতে পারেনি। মস্কো সামরিক অভিযানের লক্ষ্য এখন ইউক্রেনের পূর্ব এবং দক্ষিণে। তবে খারকিভ শহরে রুশ বাহিনী আকাশ থেকে আক্রমণ চালিয়ে যাচ্ছে বলে বিদেশি গণমাধ্যমগুলোর খবরে বলা হয়।