২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

বিয়ের হারানো ভিডিও ৫৭ বছর পর ফিরে পেলেন দম্পতি

আইলিন টার্নবুল ও বিল টার্নবুলের বিয়ের এই স্থিরচিত্র ফেসবুকে পোস্ট করা হয়েছিলছবি: ফেসবুক থেকে নেওয়া

আইলিন টার্নবুল ও বিল টার্নবুল ১৯৬৭ সালে স্কটল্যান্ডে বিয়ে করেছিলেন। বিয়ের পর তাঁরা অস্ট্রেলিয়ায় গিয়ে বসবাস শুরু করেন। এই দম্পতির বিয়ের ভিডিও হারিয়ে গিয়েছিল। বিয়ের ৫৭ বছর পর ফেসবুকের কল্যাণে তাঁরা এই হারানো ভিডিও খুঁজে পেয়েছেন।

ভিডিওটি খুঁজে পাওয়ার ক্ষেত্রে মূল সূত্র হিসেবে কাজ করেছেন স্কটল্যান্ডের অ্যাবারডিন বাসিন্দা টেরি চেইন। তাঁর সংগ্রহে বিপুল পরিমাণ ভিডিও (ফিল্ম রিল) রয়েছে। বছরের পর বছর ধরে তিনি এগুলো জমিয়েছেন। এর বেশির ভাগই তাঁর নিজের ধারণ করা।

টেরি বলেন, তিনি চলতি বছরের এপ্রিলে তাঁর সংগ্রহশালায় থাকা ফিল্ম (ভিডিও) ডিভিডিতে স্থানান্তরের সিদ্ধান্ত নেন। তখন তিনি দেখতে পান, ফিল্ম রিলে বিয়ের একটি ভিডিও আছে। কিন্তু বর-কনেকে তিনি চেনেন না।

ফিল্ম থেকে একটি স্থিরচিত্র নিয়ে তা স্থানীয় একটি ফেসবুক গ্রুপে পোস্ট করেন টেরি। ছয় মাস চলে গেলেও ফেসবুক গ্রুপটির কেউ এই দম্পতির পরিচয় সম্পর্কে কিছু জানাতে পারেনি।

সম্প্রতি ছবিটি অ্যাবারডিনের মাস্ট্রিক এলাকার স্থানীয় লোকজনের একটি ফেসবুক গ্রুপে শেয়ার করা হয়। এরপরই ছবিটি আইলিনের নজরে আসে।

অস্ট্রেলিয়ার ব্রিসবেনে বসবাসকারী ৭৭ বছর বয়সী আইলিন বলেন, তিনি ফেসবুক গ্রুপটিতে তাঁর বিয়ের ছবি দেখতে পান। তাঁর স্বামী বিল (৭৭) পাশেই বসে ছিলেন। তিনি বিলের দিকে তাকান। তাঁকে বলেন, ফেসবুক গ্রুপে তাঁদের বিয়ের ছবি।

১৯৬৭ সালে অ্যাবারডিনের মাস্ট্রিক গির্জায় বিয়ে করেছিলেন আইলিন ও বিল।

এই দম্পতি বলেন, বিয়ের পর তাঁরা মাত্র একবার ভিডিওটি দেখেছিলেন। বিয়ের ভিডিও দেখার জন্য তাঁরা একটি প্রজেক্টর ধার করেছিলেন। ভুলক্রমে তাঁরা আর ফিল্ম বের করেননি। ফিল্মসহ তাঁরা প্রজেক্টরটি মালিকের কাছে ফেরত দিয়েছিলেন।

আইলিন বলেন, ফেসবুক গ্রুপে স্থির ছবিটি দেখে তিনি টেরিকে বার্তা (মেসেজ) দেন। এভাবেই বিয়ের হারিয়ে যাওয়া ভিডিও ৫৭ বছর পর হাতে পান আইলিন-বিল দম্পতি।