রাশিয়া বাখমুতে ফসফরাস বোমা ব্যবহার করছে, দাবি ইউক্রেনের

বাখমুতের একটি বিধ্বস্ত এলাকা
ছবি: এএফপি ফাইল ছবি

বাখমুত শহরে রাশিয়া ফসফরাস বোমা ব্যবহার করে হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেছে ইউক্রেন।

দেশটির সেনাবাহিনীর প্রকাশ করা ড্রোন ফুটেজে দেখা গেছে বাখমুত জ্বলছে। দেখে ধারণা করা হচ্ছে, ওপর থেকে সাদা ফসফরাস ছোড়া হয়েছে।

সাদা ফসফরাস হলো মোমের মতো একটি পদার্থ, যা ৮০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পুড়ে এবং অক্সিজেনের সংস্পর্শে এলে জ্বলে ওঠে। এটি উজ্জ্বল সাদা ধোঁয়ার কুণ্ডলী তৈরি করে।

সাদা ফসফরাসসমৃদ্ধ অস্ত্র নিষিদ্ধ না হলেও বেসামরিক এলাকায় এর ব্যবহারকে যুদ্ধাপরাধ হিসেবে বিবেচনা করা হয়। এ ধরনের অস্ত্র দিয়ে হামলা করা হলে আগুন দ্রুত বেগে ছড়িয়ে পড়ে, যা নেভানো খুবই কঠিন।

গত কয়েক মাস ধরেই রুশ বাহিনী বাখমুত শহরের দখল নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। পশ্চিমা কর্মকর্তাদের ধারণা, বাখমুতে চলমান অভিযানে ইতিমধ্যে কয়েক হাজার রুশ সেনা মারা গেছে।

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক টুইটার পোস্টে বলা হয়, ‘অগ্নিসংযোগকারী গোলা দিয়ে বাখমুতের অদখলকৃত এলাকাগুলোতে হামলা করা হয়েছে।’

তবে ঠিক কোন সময় এই হামলা চালানো হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। ইউক্রেনের প্রকাশ করা ফুটেজে দেখা গেছে, উঁচু ভবনগুলোর চারপাশে আগুন জ্বলছে।

বিবিসি ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকাশ করা ড্রোন ফুটেজটি বিশ্লেষণ করেছে। এতে দেখা গেছে, বাখমুত শহরের কেন্দ্রভাগ থেকে পশ্চিম দিকে একটি শিশু হাসপাতালের কাছে ওই ফুটেজটি ধারণ করা হয়েছে।

এই হামলায় অগ্নিসংযোগকারী অস্ত্র ব্যবহার করা হয়েছে বলে বিবিসির বিশ্লেষণে নিশ্চিত হওয়া গেলেও হামলায় ফসফরাসের ব্যবহার হয়েছে কি না, তা জানা যায়নি।
এর আগেও রাশিয়ার বিরুদ্ধে এ ধরনের অস্ত্র ব্যবহারের অভিযোগ উঠেছিল। তবে রাশিয়া বারবারই অভিযোগ অস্বীকার করেছে।

গত বছর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার বিরুদ্ধে ফসফরাস বোমা ব্যবহারের অভিযোগ তুলেছিলেন। তখন ক্রেমলিনের প্রেসসচিব দিমিত্রি পেসকভ সে অভিযোগ অস্বীকার করে বলেন, যুদ্ধে রাশিয়া কখনোই আন্তর্জাতিক রীতি ভঙ্গ করেনি।