২৬ বছর বয়সেই মন্ত্রী

রোমিনা পৌরমোখতারি
ছবি: টুইটার

সুইডেনের নতুন জোট সরকারের জলবায়ু ও পরিবেশমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন ২৬ বছর বয়সী এক তরুণী। খবর এএফপির

নতুন এই মন্ত্রীর নাম রোমিনা পৌরমোখতারি। পরিবেশ আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গের দেশ সুইডেনের সবচেয়ে কম বয়সী মন্ত্রী তিনি।

রোমিনা দেশটির লিবারেল পিপলস পার্টির রাজনীতিক। তিনি দলটির যুব শাখার প্রধানের দায়িত্বে ছিলেন।

আরও পড়ুন

গতকাল মঙ্গলবার দেশটির নতুন প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন তাঁর মন্ত্রিসভা ঘোষণা করেন। ২৪ মন্ত্রীর মধ্যে ১১ জনই নারী।

নাম ঘোষণার পর গতকালই মন্ত্রীর দায়িত্ব নেন রোমিনা। তবে তাঁর অতীত রাজনৈতিক ভূমিকায় জলবায়ুসংশ্লিষ্ট কোনো অভিজ্ঞতা থাকার কথা জানা যায়নি।

সুইডেনের স্টকহোমের শহরতলির ইরানি বংশোদ্ভূত একটি পরিবারে রোমিনার জন্ম। দেশটির জলবায়ু মন্ত্রণালয়ে আগে ২৭ বছর বয়সী একজনের মন্ত্রী হওয়ার রেকর্ড ছিল।

এদিকে থুনবার্গ বলেছেন, তিনি রাজনীতিতে নামতে চান না। কারণ, রাজনীতি একেবারে বিষাক্ত হয়ে গেছে।

আরও পড়ুন