জ্বালানি সাশ্রয়ে ফ্রান্সে সরকারি অফিসে গরম পানি সরবরাহ বন্ধ

জ্বালানি সাশ্রয়ে বৃহস্পতিবার নতুন কিছু পদক্ষেপের ঘোষণা দেবে প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর সরকার
ছবি: রয়টার্স

জ্বালানি সাশ্রয়ে বিভিন্ন পদক্ষেপের ঘোষণা দিচ্ছে ফ্রান্স সরকার। এ লক্ষ্যে সরকারি অফিসগুলোয় থাকা টয়লেটে গরম পানির সরবরাহ বন্ধ করার ঘোষণা দেওয়া হয়েছে।

একই সঙ্গে সরকারি সুইমিংপুলের পানির তাপমাত্রা ১ ডিগ্রি সেলসিয়াস কমানোর জন্য নগর কর্তৃপক্ষগুলোকে নির্দেশ দিয়েছে ফ্রান্সের জ্বালানি মন্ত্রণালয়।

জ্বালানির সরবরাহ–সংকটে ভুগছে ফ্রান্সসহ পুরো ইউরোপ। চাহিদা অনুযায়ী জ্বালানি পাওয়া যাচ্ছে না। ফলে জ্বালানি সাশ্রয়ের পথে হাঁটছে অনেক দেশ। আসন্ন শীতে জ্বালানি–সংকটে যাতে পড়তে না হয় এবং বিদ্যুৎ উৎপাদনে বিঘ্ন না ঘটে তাই ফ্রান্স সরকার বৃহস্পতিবার নতুন কিছু পদক্ষেপের ঘোষণা দেবে।

প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর সরকার শিল্পপ্রতিষ্ঠান, বাসাবাড়ি, নগর কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে, তারা যেন তাদের জ্বালানির ব্যবহার অন্তত ১০ শতাংশ কমায়।

ইউক্রেন যুদ্ধের জেরে বিশ্ববাজারে জ্বালানির মূল্যবৃদ্ধি, জ্বালানির সরবরাহে ঘাটতি ও রাশিয়া থেকে গ্যাস সরবরাহ কমে যাওয়ায় এ পদক্ষেপ নিচ্ছে ফ্রান্স সরকার।

ফ্রান্সের সংবাদপত্র লা প্যারিসিয়ানের প্রতিবেদন অনুযায়ী, ফ্রান্সের সরকারি অফিসগুলোয় গরম পানির চাহিদা অনেক বেশি। সরকারি অফিসে কর্মচারীর সংখ্যা এখন ৫০ লাখের বেশি। এসব কর্মচারীর জন্য প্রচুর গরম পানির প্রয়োজন পড়ে।

সরকারিভাবে যে জ্বালানির বিল হয়, তার ১০ শতাংশ হয় পানি গরম করার জন্য।
বুধবার ফ্রান্সের জ্বালানিবিষয়ক মন্ত্রী ক্রিস্টভ বেশু বলেছেন, ‘এখন আমাদের অভ্যাস ও আচরণে দীর্ঘমেয়াদি এবং টেকসই পরিবর্তন আনার সময় এসেছে।’